চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনা ছড়ায় ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। মৃতের পরিবারের পক্ষ থেকে ওই হাসপাতালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম ঠাকুরপদ ঘোষ (৫৫)। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে লিলুয়া থানায় কনস্টেবল ছিলেন। থাকতেন হাওড়ার দানেশ শেখ লেনে। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের কাছে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা তিনি।পরিবারের অভিযোগ, সময়ে অস্ত্রোপচার না করায় মৃত্যু হয়েছে ঠাকুরপদ ঘোষের। দোষী চিকিৎসকের শাস্তির দাবিও করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, উনি পুলিশে কর্মরত ছিলেন বলে আমরা হাসপাতালে কোনও বিশৃঙ্খলা করিনি। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কোনও গাফিলতি হয়নি। অস্ত্রোপচারের সময় রোগীর অবস্থার অবনতি ঘটায় তাঁকে বাঁচানো যায়নি।
|
বিশেষ ধরনের একটি স্বাস্থ্য বিমা প্রকল্প বাজারে ছাড়ল এগন রেলিগেয়ার। ‘আইহেল্থ’ শীর্ষক ওই প্রকল্প শুধু অনলাইন ব্যবস্থা মারফতই কেনা যাবে। ওই প্রকল্পের আওতায় ৮৪৯ রকমের অস্ত্রোপচারকে আনা হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাজীব জামেদকর বলেন, “নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে চিকিৎসার উন্নতি হয়েছে ঠিকই, কিন্ত পাশাপাশি দ্রুত বড়েছে খরচ। ভারতে মাত্র ৫ শতাংশ মানুষ ওই ধরনের বিমার আওতায় রয়েছেন। অথচভাল চিকিৎসা পাওয়ার জন্য স্বাস্থ্য বিমার প্রসার হওয়া জরুরি।” |