|
|
|
|
‘বিবাহ-বহির্ভূত’ সম্পর্ক, কাটা হল চুল |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই অভিযোগে বছর তিরিশের এক মহিলার চুল কেটে দেওয়া হল খড়্গপুর-১ ব্লকের গোপালি পঞ্চায়েতের শ্যামেশ্বরপুর গ্রামে। বৃহস্পতিবার রাতের ঘটনা। শুক্রবার ওই মহিলা থানায় গ্রামেরই কয়েক জন যুবকের বিরুদ্ধে চুল কেটে দেওয়ার অভিযোগ দায়ের করেন। তাঁকে হেনস্থাও করা হয় বলেও অভিযোগ। অভিযুক্তদের শাস্তি চেয়ে তিনি বলেন, “অভিযোগ মিথ্যা। যাঁরা আমার সঙ্গে এমন আচরণ করেছে, তাঁদের শাস্তি হোক। এমন ঘটনা যেন অন্য মহিলার সঙ্গে না- ঘটে।”
খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বরুণচন্দ্র শেখর বলেন, “তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে বিয়ে হয় ওই মহিলার। তিনি স্থানীয় উপ-স্বাস্থ্যকেন্দ্রে কাজ করেন। তাঁর স্বামী কাজে মাঝেমধ্যে অন্যত্র থাকলেও বৃহস্পতিবার বাড়িতে ছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ ওই মহিলা বাড়ির বাইরে এলে গ্রামের কয়েক জন যুবক তাঁকে একটি মন্দির চত্বরে নিয়ে গিয়ে চুল কেটে দেয় এবং মারধর করে বলে অভিযোগ। যাঁর সঙ্গে ওই মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ উঠেছে, তাঁর স্ত্রীও সেখানে উপস্থিত থেকে মদত দেন বলে অভিযোগ।
ওই রাতেই থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে তা নিতে চায়নি বলেও অভিযোগ রয়েছে ওই মহিলার। পুলিশ সে কথা অস্বীকার করে জানিয়েছে, ওই মহিলা প্রথমে লিখিত অভিযোগ জানাতে আসেননি। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাতে গ্রামে যায় পুলিশ। তখনই ওই মহিলা লিখিত অভিযোগ জানান। পুলিশকে তিনি জানিয়েছে, যাঁর সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ রয়েছে বলে অভিযোগ, তিনি তাঁর স্বামীর পরিচিত। সেই সূত্রে মাঝেমধ্যে তাঁদের বাড়িতে আসেন। মহিলার স্বামীর সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। এ ঘটনা নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলতে নারাজ গ্রামের মানুষ। খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।” স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন বিশ্বাস বলেন, “এমন ঘটনা না-ঘটলেই ভাল হত।” |
|
|
|
|
|