অ্যালান গাওকে এখনও ভুলতে পারছেন না ট্রেভর জেমস মর্গ্যান।
কখনও উত্তেজিত। কখনও অভিমানী। মর্গ্যানের মস্তিষ্কের এক কোণে গাও-এপিসোডের ঝাঁকুনি যে এখনও বাসা বেঁধে আছে, তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হল না। বেশ চাপা অভিমান থেকেই শনিবার সকালে অনুশীলনের পর ইস্টবেঙ্গল কোচ বললেন, “আমি এশীয় কোটার ফুটবলার নেওয়া নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। আমি চাই না, অ্যালান গাওয়ের মতো অবস্থা আর কোনও ফুটবলারের হোক।” একটু থেমেই তিনি যোগ করলেন, “গাও ইস্টবেঙ্গলে খেলতে আসা অন্যতম সেরা ফুটবলার ছিল। দুর্ভাগ্য যে, কেউ ওর যোগ্যতার সঠিক মূল্য দিতে পারল না। আরও একটু সময় দেওয়া উচিত ছিল। গাওকে হারানোর ব্যাপারটা আমার এখনও হাস্যকর লাগে।”
চোখে-মুখে ক্ষোভ স্পষ্ট। তবে ফেডারেশন কাপের আগে চতুর্থ বিদেশি ফুটবলারকে ঠিক করে নিতে চাইছেন মর্গ্যান। সে ক্ষেত্রে প্রয়াগ ইউনাইটেডের বাতিল কেন ভিনসেন্টের নাম অনেক দিন ধরেই জোরালো ভাবে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে। মর্গ্যানও না কি তাকেই চাইছেন বলে খবর। প্রশ্ন হল, টোলগে নিয়ে যখন বিতর্ক শেষ হয়নি তখন কেন অন্য আর একজনের নাম বলে দিলেন লাল-হলুদ কোচ। এই মুহূর্তে অবশ্য মর্গ্যানের চিন্তার কারণ চতুর্থ বিদেশি নয়। বরং দলের দুই বিদেশি চিডি এবং ওপারাকে দ্রুত সুস্থ করার দিকেই নজর মর্গ্যানের। তাঁর কথায়, “আগের চেয়ে এখন অনেক ফিট চিডি। তবে ওপারার আরও চার-পাঁচ দিন সময় লাগবে।” মর্গ্যান ঠিক করেছেন, প্রত্যেক সপ্তাহে দু’টো করে প্রস্তুতি ম্যাচ খেলবেন। তাই আগামী সপ্তাহে সোমবার পুলিশ এসি এবং বৃহস্পতিবার ওড়িশার একটা দলের সঙ্গে ম্যাচ। দু’টো ম্যাচেই ওপারাকে ঝালিয়ে নিয়ে চাইছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ।
ফেডারেশন কাপের প্রস্তুতি হিসেবে কলকাতা লিগকেই বেছে নিয়েছেন মর্গ্যান। আর সে জন্যই দু’টো দল তৈরি রাখলেও, সেরা এগারো নিয়েই কলকাতা লিগের প্রথম পর্বে নামতে চান তিনি। কিন্তু নিয়মের জাঁতাকলে প্রথম ম্যাচে দুই বিদেশি পেন ও ওপারাকে পাবে না ইস্টবেঙ্গল। নথিভুক্তির তারিখ পেরিয়ে যাওয়ায়। তবে সালগাওকর থেকে আসা চিডি খেলতে পারবেন। কেননা অন্য রাজ্যের ফুটবলার এবং জাতীয় শিবিরের ফুটবলারদের জন্য এই নিয়ম কার্যকর নয়। ইস্টবেঙ্গল ম্যানেজার স্বপন বল বললেন, “আমাদের কোনও অসুবিধা হবে না। কলকাতা লিগের প্রথম ম্যাচের পরে আরও পাঁচ জন ফুটবলারকে সই করাতে পারব।” মর্গ্যানের মতে অবশ্য এই নিয়মটাই ‘হাস্যকর’।
|
বিবেকানন্দ সাঁতার সংস্থা আয়োজিত ওয়াটার পোলো ফাইনাল সেন্ট্রাল সুইমিং ক্লাবে। আজ বিকেল ৪টায়। খেলবে বিবেকানন্দ বনাম বউবাজার। |