ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত দক্ষিণ শাখায়
নিজস্ব সংবাদদাতা |
পার্ক সার্কাস এবং বালিগঞ্জ স্টেশনের মাঝে ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় শনিবার কিছু ক্ষণের জন্য ব্যাহত হল ট্রেন চলাচল। এ দিন সকাল পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। ঘণ্টা তিনেক পর ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় ১০টা ৫ মিনিট থেকে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এই ঘটনার জেরে নাকাল হন সাধারণ যাত্রীরা। বেলা সাড়ে এগারোটা নাগাদ শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখা যায়, দক্ষিণ শাখার প্ল্যাটফর্মগুলিতে পর পর ট্রেন দাঁড়িয়ে। ১১ নম্বর প্ল্যাটফর্মে স্ত্রী এবং বছর দেড়েকের ছেলেকে নিয়ে দাঁড়িয়েছিলেন তরুণ দাস। তাঁর কথায়, “জয়নগরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সকাল সওয়া ১০টা থেকে দাঁড়িয়ে রয়েছি। যা ভিড়, তাতে ট্রেন ছাড়লেও উঠতে পারব বলে মনে হয় না।” অনেককেই রেললাইন ধরে হেঁটে কাছাকাছি রাস্তায় পৌঁছে বাস ধরতে হয়েছে। |
প্রশাসনিক ছাড়পত্র (‘অ্যামিউজমেন্ট লাইসেন্স’) না থাকার অভিযোগে মধ্য কলকাতার কয়েকটি পানশালা কর্তৃপক্ষের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার ওয়াটারলু স্ট্রিটের কয়েকটি পানশালায় হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, তিনটি পানশালা ‘অ্যামিউজমেন্ট লাইসেন্স’ দেখাতে পারেননি। |
|
শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি। শনিবার বেহালার
একটি ক্লাবের খুঁটিপুজোতে উপস্থিত অভিনেত্রী জুন মালিয়া,
নুসরত জাহান এবং প্রীতি পটেল। ছবি: প্রদীপ আদক |
|
জন্মদিনে কিশোরকুমারের মূর্তিতে মালা দিচ্ছেন পরমব্রত
চট্টোপাধ্যায়। শনিবার কলকাতায়। —নিজস্ব চিত্র |
|