প্রায় তিরিশ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ। পুলিশ জানায়, মৃতের নাম তারকনাথ মিত্র (৬৩)। শনিবার ভোরে মানিকতলা মেন রোডের একটি বাড়ি লাগোয়া কুয়ো থেকে দমকল কর্মীরা ওই দেহটি উদ্ধার করেন। পুলিশের অনুমান, শুক্রবার গভীর রাতে কুয়োয় পড়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। কিছু দিন আগে হাওড়ার লক্ষ্মণপুরে একটি কুয়োয় পড়ে গিয়েছিলেন এক তরুণ। |
পুলিশ জানায়, মানিকতলার ওই বাড়িতে স্ত্রী করুণাদেবীর সঙ্গে থাকতেন তারকবাবু। তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার রাতে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলেন তারকবাবু। কুয়ো থেকে বালতি করে জল তোলার সময়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যান। এ দিন ভোরে স্বামীকে ঘরে না দেখে করুণাদেবী কুয়োর কাছে গিয়ে দেখেন, বালতির দড়ি ছেঁড়া। তখনই তাঁর সন্দেহ হয়, স্বামী কুয়োয় পড়ে গিয়েছেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।
৩২ নং ওয়ার্ডের ওই বাড়িতে পুরসভার পানীয় জলের কোনও সরবরাহ নেই। তাই বাসিন্দারা রাস্তায় থাকা কলের জলই ব্যবহার করেন। কেন কুয়োটি বন্ধ করা হয়নি, সে ব্যাপারে স্থানীয় কাউন্সিলর রূপা বাগচি বলেন, “পানীয় জলের সমস্যা না মেটা পর্যন্ত কুয়ো বন্ধ করা সম্ভব নয়।” মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “শহরে পানীয় জল সরবরাহের সমস্যা মিটলে তবেই কুয়োগুলি বন্ধ করা যাবে। বিপদ এড়াতে কুয়ো ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” |