খরিফ শস্য উৎপাদনে ঘাটতির আশঙ্কা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বৃষ্টিপাতে ঘাটতির জেরে খরিফ শস্যের উৎপাদন নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। কৃষি সচিব আশিস বহুগুণা স্পষ্ট জানান, গত ২০১১-’১২ সালের মতো ২৫ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার টন এই অর্থবর্ষে কখনওই সম্ভব নয়। ভুট্টার মতো মোটা শস্যের উৎপাদনেই সবচেয়ে বেশি প্রভাব পড়বে বলে তিনি উল্লেখ করেন। পরিস্থিতি অবশ্য ২০০৯ সালের মতো ঘোরালো হয়ে ওঠেনি বলে তিনি আশ্বাস দেন। উৎপাদনে ঘাটতি ঠিক কতটা হবে, তা অবশ্য এখনই জানানো সম্ভব নয় বলে জানান বহুগুণা। তবে বর্ষা বিরূপ হওয়ার প্রভাব উৎপাদনের উপর যে পড়বেই, তাতে সন্দেহ নেই। আগামী ৭ থেকে ১০ দিনে কতটা বৃষ্টিপাত হয়, তার ওপরই পরিস্থিতি অনেকটা নির্ভর করছে। গত বছর ২৪ কোটি ৭৪ লক্ষ ৪০ হাজার টন শস্য উৎপাদন হয়েছিল, যা একটি নজির। এর মধ্যে খরিফ উৎপাদন ছিল ১২ কোটি ৯৯ লক্ষ ৪০ হাজার কোটি টন। এ বছর কম বৃষ্টিপাতের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্নাটক। এর পরে রয়েছে মহারাষ্ট্র, গুজরাত ও রাজস্থান। ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃষ্টি কম হলেও তা খুব খারাপের পর্যায়ে চলে যায়নি। |
বিদেশে পা রাখছে বিড়লা কর্পোরেশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যবসার ক্ষেত্রে এ বার বিদেশে পা রাখতে চলেছে বিড়লা কর্পোরেশন। ইথিওপিয়ায় একটি সিমেন্ট কারখানা খোলার পরিকল্পনা করেছে সংস্থা। কর্তৃপক্ষ জানান, ইথিওপিয়াতে খনি থেকে কয়লা এবং চুনা পাথর তোলার জন্য ওই দেশের সরকারের কাছ থেকে তাঁরা লাইসেন্স পেয়েছেন। কারখানা গড়ার সম্ভাবনা খতিয়ে দেখা সংক্রান্ত সমীক্ষা ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। সমীক্ষায় সন্তোষজনক রিপোর্ট পাওয়া গেলেই কারখানা তৈরির কাছে তাঁরা হাত দেবেন বলে কর্তৃপক্ষ জানান। এ দিকে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আগের বারের থেকে সংস্থার আয় বাড়লেও কমেছে নিট মুনাফা। ওই সময়ে বিড়লা কর্পোরেশন নিট মুনাফা করেছে ৮৪.৭৪ কোটি টাকা। মোট আয় হয়েছে ৬৫৮.০২ কোটি টাকা। সংস্থার চেয়ারম্যান হর্ষবর্ধন লোঢা জানান, আদালতের আদেশে তাঁদের রাজস্থানের চান্দেরিয়াতে চুনা পাথরের খনিটি বন্ধ করে দিতে হয়েছে। এরই বিরূপ প্রভাব পড়েছে নিট মুনাফার উপর। এ ছাড়া পরিবহণ এবং বিদ্যুতের খরচ বাড়ার ফলে বেড়েছে উৎপাদন ব্যয়ও। |
পূর্ব, উত্তর-পূর্বে ব্যবসা বাড়াবে কর্পোরেশন ব্যাঙ্ক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা বাড়াতে পরিকল্পনা গ্রহণ করেছে কর্পোরেশন ব্যাঙ্ক। এর জন্য ওই সব অঞ্চলে বেশ কয়েকটি নতুন শাখা তারা চালু করবে। পরিষেবায় আরও গতি আনতে সম্প্রতি তারা আঞ্চলিক দফতরের সংখ্যাও বাড়িয়েছে। ছোট ও মাঝারি সংস্থা (এসএমই)-কে ঋণ দেওয়ার উপর কর্পোরেশন ব্যাঙ্ক বিশেষ জোর দিতে চায় বলে জানান সংস্থার সিএমডি অজয় কুমার। বিষয়টি যাতে দ্রুত করা যায়, তার জন্য সারা দেশে ৯টি শহরে বিশেষ কেন্দ্র চালু করেছে তার। নবম কেন্দ্রটি সম্প্রতি কলকাতায় উদ্বোধন করেন অজয়বাবু। খুব শীঘ্রই সারা দেশে মোট ১৬টি ওই ধরনের কেন্দ্র খোলার পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। অজয়বাবু বলেন, “ওই সব কেন্দ্র থেকে শুধু যে ছোট ও মাঝারি সংস্থার ঋণ মঞ্জুর করা হবে তাই নয়, ঋণের আবেদন করার জন্য প্রকল্প রিপোর্ট তৈরিতেও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারেরা উদ্যোগপতিদের সাহায্য করবেন। ক্ষুদ্র সংস্থাকে ঋণ দেওয়ার জন্য কিছু বিশেষ প্রকল্পও তৈরি করেছি।” |
নজরদারিতে আরবিআই
সংবাদসংস্থা • লন্ডন |
ব্রিটেন এবং ভারতের ব্যাঙ্কগুলির উপর পারস্পরিক নজরদারি নিয়ে নয়া চুক্তি করল ব্রিটেনের বাজার নিয়ন্ত্রক এবং আরবিআই। ব্রিটেনর ফিনান্সিয়াল সার্ভিসেস অথরিটি দু’দেশের ব্যাঙ্কগুলি সম্পর্কে তথ্য বিনিময়, সহায়তা এবং সার্বিক নজরদারির লক্ষ্যেই এই চুক্তি নতুন করে সম্পাদন করেছে। |
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) সুজুকি মোটর কর্পের নিট মুনাফা বেড়েছে ৩০.৬৫%। দাঁড়িয়েছে ২,৪৪৭ কোটি ইয়েন। মোট বিক্রিও ৬.১৬% বেড়ে হয়েছে ৬৪,৪৭৭ কোটি ইয়েন। একই সময়ে ফেডারেল ব্যাঙ্কের নিট মুনাফা ৩০% বেড়ে হয়েছে ১৯০.৩৫ কোটি টাকা। মোট আয়ও ১,৩৬১.৬১ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৬৬১.০৪ কোটিতে। আলোচ্য সময়ে ৪০% সামগ্রিক মুনাফা কমেছে টাটা গোষ্ঠীর ভোল্টাসের। হয়েছে ৭৯ কোটি টাকা। যদিও সামগ্রিক বিক্রি ২০% বেড়ে হয়েছে ১,৬১২ কোটি টাকা। |
কলকাতায় আন্তর্জাতিক ব্র্যান্ডের সাজ-সম্ভার এনেছে ই-টিনজ্। ২-১৪ বছরের বাচ্চাদের জন্য ১৩টি কমিক চরিত্রের পোশাক। সঙ্গে জুতো-প্রসাধনী-খেলনা-গয়না। ৯৯ থেকে ১,০০০ টাকার এই সম্ভার মিলবে লিন্ডসে স্ট্রিট, সিটি সেন্টার টু, নিউ টাউন অ্যাক্সিস মলে। |