টুকরো খবর
এ বছর রজত জয়ন্তী। পুজোর থিম সংকল্প। খুঁটিপুজো থেকেই উদ্যমী হয়ে নেমে পড়লেন সল্টলেকের একে ব্লকের বাসিন্দারা। মহিলারা লাল পাড় সাদা শাড়ি ও পুরুষেরা ধুতি-পাঞ্জাবি পরে ব্লকের মাঠে করলেন শারদ অভিযান। ছিলেন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, ভাস্কর বিমল কুণ্ডু, চিত্রশিল্পী দেবব্রত চক্রবর্তী, বাচিক শিল্পী শোভনসুন্দর বসু, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী প্রমুখ। উদ্যোক্তা রাজা বণিক বলেন, ‘‘সৃষ্টি যেমন মানুষের হাতে, ধ্বংসও তাই। পরিবেশ রক্ষা করার সংকল্পই আমাদের থিম।’’

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল পাথরপ্রতিমার দুঃস্থ শিশুদের স্কুল ‘বাঁচব’। এ বছরের অনুষ্ঠান ছিল স্বামী বিবেকানন্দকে নিয়ে। উচ্চমাধ্যমিকে স্কুলের কৃতী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সন্ন্যাসী স্বামী চিদ্রূপানন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের এক প্রতিনিধি, টলিউড তারকা রাহুল ও প্রিয়াঙ্কা প্রমুখ।

আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে রাজ্য যুবকল্যাণ বিভাগের তত্ত্বাবধানে কলকাতা জেলা যুবকরণ সম্প্রতি দু’দিনের ‘ছাত্র-যুব বিজ্ঞান মেলা ২০১২’র আয়োজন করে স্কটিশ চার্চ কলেজে। ছিলেন যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে, যুবকল্যাণ সচিব আরিজ আফতাব, স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ জন আব্রাহাম প্রমুখ। জাতীয় সেবা প্রকল্পের স্কটিশ চার্চ কলেজ ইউনিটের সদস্যরা এই কাজে সহযোগিতা করেন। একশোরও বেশি স্কুল-কলেজের ছাত্রছাত্রী পোস্টার ও মডেল নিয়ে হাজির ছিল মেলায়।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.