তিন প্রধানের কোনও ক্লাব যা নিয়ে চিন্তাভাবনা করেনি, সেই পথে হাঁটতে চলেছে প্রিমিয়ার ডিভিসনের ক্লাব কালীঘাট মিলন সংঘ। জার্মানির বিখ্যাত তালা ও ক্যামেরা প্রস্তুতকারক কোম্পানি অ্যাবুস-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা-ভাইয়ের ক্লাব। বেঙ্গল পিয়ারলেস গত বছর থেকেই স্পনসর হিসাবে রয়েছে অরুণ ঘোষের দলের সঙ্গে। অ্যাবুসের বাংলায় বিপননের দায়িত্ব তুলে নিয়েছে কালীঘাট এম এস। বিক্রির টাকার লভ্যাংশের একটা বড় অংশ আসবে ক্লাবের তহবিলে। শনিবার ভবানীপুরের বিরুদ্ধে এয়ারলাইন্স কাপে মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামছে কালীঘাট। তার আগের দিন নতুন জার্সি উদ্বোধনের পাশাপাশি জার্মান কোম্পানির সঙ্গে চুক্তিপর্বেরও সূচনা হল। ক্লাবের স্পনসর-কর্তা কুমারশঙ্কর বাগচি বললেন, “ক্লাব চালাতে গেলে টাকা দরকার। সে জন্যই জার্মান কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চলেছি আমরা।” জার্সি প্রকাশ করে ক্লাব প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “এ বার আরও শক্তিশালী দল গড়েছি। আমাদের লক্ষ্য জাতীয় লিগে প্রথম পর্বে ওঠা।”
|
পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ জিতে যাওয়ায় পাল্লেকেলের শেষ ওয়ান ডে ভারতের জন্য নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। তবু শেষ ম্যাচকে হাল্কা ভাবে নিচ্ছেন না সিরিজ জয়ের নায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছেন, শনিবার জিতে জয়ের হ্যাটট্রিক করতে চান। মহেন্দ্র সিংহ ধোনিরা সিরিজ জিতে গেলেও কয়েকটা চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। বীরেন্দ্র সহবাগের ধারাবাহিকতার অভাবের পাশাপাশি রোহিত শর্মার টানা ব্যর্থতা। সিরিজে ভারতের দ্বিতীয় সফল বোলার যে মনোজ তিওয়ারি, সেটাও ভারতীয় বোলিংয়ের জন্য সুখবর নয়।
|
তাঁর নাকি সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল। এমনটাই দাবি মধুরা নাগেন্দ্র-র। যিনি অলিম্পিক উদ্বোধনের মার্চপাস্টে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে না থেকে হাঁটতে থাকেন সুশীল-বিজেন্দ্রদের সঙ্গেই। যা থেকে তীব্র বিতর্ক হয়। মধুরা বলছেন, “সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল। আমার এই কাজে অনেকেই হতাশ। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী।” |