টুকরো খবর
পুলিশের উদ্যোগে ইফতার পার্টি
রামপুরহাটে তোলা নিজস্ব চিত্র।
জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সিউড়ি পুলিশ লাইনে ইফতার পার্টির আয়োজন হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার দেবস্মিতা দাস-সহ আরও অনেকে। পুলিশ লাইনে থাকা মসজিদে নমাজ পড়েন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এ দিনই রামপুরহাট থানার উদ্যোগেও ইফতার পার্টি হয়েছে।

র‌্যাগিং রুখতে নির্দেশিকা জারি বিশ্বভারতীর
বিশ্ববিদ্যালয়ের মধ্যে ও বাইরে র‌্যাগিং আটকাতে তৎপর হলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। র‌্যাগিংয়ের মতো অপরাধের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, বিশ্বভারতীর নিজস্ব নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। র‌্যাগিং বিরোধী সচেতনতা বাড়াতে সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছেন তাঁরা। বিশ্বভারতীর ছাত্র পরিচালক তথা ‘অ্যান্টি র‌্যাগিং কমিটি’র চেয়ারম্যান শমিত রায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন। ওই বিজ্ঞপ্তি ইতিমধ্যে বিভিন্ন ভবন ও বিভাগের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ আধিকারিক, হস্টেল ওয়ার্ডেনদের পাঠানো হয়েছে। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আশ্রমে র‌্যাগিংয়ের মতো কোনও ঘটনা যে কর্তৃপক্ষ বরদাস্ত করবে না, তা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে। র‌্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করে বিশ্বভারতী র‌্যাগিং রোখার বিষয়ে কঠোর হচ্ছে। প্রসঙ্গত, ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ। স্নাতকোত্তরের কিছু কিছু বিষয়ে প্রবেশিকা পরীক্ষা চলছে। এই সময় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে র‌্যাগিং বিরোধী সচেতনাকেই বাড়াতে চাইছেন।

দুর্ঘটনায় জখম তিন যাত্রী
এলাকায় বিদ্যুৎবাহী তার দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। শুক্রবার দুপুরে ওই তারে তড়িদাহত হয়ে দুর্ঘটনার কবলে পড়ল রাজগ্রাম থেকে সিউড়িগামী একটি বাস। স্থানীয় বাসিন্দারা ট্রান্সফর্মারে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে বাসটি গন্তব্যের দিকে রওনা দেয়। এ দিনের দুর্ঘটনায় তিন জন যাত্রী অল্পবিস্তর জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এ দিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাজগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ আনোয়ার হোসেন রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির মুরারই গ্রাহক পরিষেবা কেন্দ্রে খবর দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট মহকুমা বিভাগীয় বাস্তুকার নারায়ণচন্দ্র রায় বলেন, “আমি বাইরে আছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে।” রাজগ্রাম ইলিয়াস পাড়ার বাসিন্দা ইবলে মাসুদ, মোসারফ শেখ, আকতারুজ্জামানরা বলেন, “প্রায় দেড় বছর ধরে রাজগ্রাম ইলিয়াস পাড়ায় মহুরাপুর যাওয়ার রাস্তায় প্রায় ১৫০ ফুট মতো বিদ্যুৎবাহী তার ঝুলে আছে। তারটি উপরে তুলে দেওয়ার জন্য বিদ্যুৎ দফতরে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তাদের তরফ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি।” তাঁরা জানান, এ দিন দুপুরে গোপালপুর-সিউড়ি রুটের একটি যাত্রীবাহী বাস ওই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময়ে বিদ্যুৎবাহী তারে ঠেকে যায়। সঙ্গে সঙ্গে বাসটি তড়িদাহত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.