পূর্ব সময় সারণী অনুযায়ী পঠনপাঠন চালু রাখার দাবিতে আন্দোলনরত বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের ছাত্রছাত্রীদের ক্লাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে অবিলম্বে পঠনপাঠনে ফেরার নির্দেশ দিলেন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত।
শুক্রবার সুশান্তবাবু পল্লিশিক্ষা ভবন কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের নিয়ে আলোচনায় বসেন। সংশ্লিষ্ট ভবন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর বয়কটকারীদের উদ্দেশে তিনি বলেন, “এটা দাবি আদায় করার সঠিক পদ্ধতি নয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। বয়কট তুলে নিয়ে পঠনপাঠন করতে ক্লাসে যাও।” নির্দেশ অগ্রাহ্য করলে অভিভাবকদের এ বিষয়ে জানানো হবে বলেও তিনি জানান। |
বিশ্বভারতীর উপাচার্য নির্দেশ দিলেও এ দিনও কোনও ক্লাস করেননি আন্দোলনরত পড়ুয়ারা। তবে আজ, শনিবার বয়কট প্রত্যাহার করে তাঁরা ক্লাসে যোগ দেবেন কি না সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই পড়ুয়ারা। উপাচার্যের নির্দেশের পর অবশ্য আন্দোলনকারীরা তড়িঘড়ি আলোচনায় বসেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের ছাত্রছাত্রীরা পূর্ব সময় সারণী অনুযায়ী পঠনপাঠন চালু রাখার দাবিতে ক্লাস বয়কট শুরু করেছেন। এ দিনও ক্লাস বয়কট করে অধ্যক্ষের দফতরের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। |