টুকরো খবর
কয়লার চাঙড়ে চাপা পড়লেন ঠিকা-শ্রমিক
—নিজস্ব চিত্র।
কোল বাঙ্কার পরিষ্কার করতে করতে প্রায় ২০ ফুট গভীরে কয়লার চাঙড়ে চাপা পড়ে গেলেন এক ঠিকা শ্রমিক। শুক্রবার ডিভিসির দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে (ডিটিপিএস) ঘটনাটি ঘটে। কয়েক ঘন্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে উদ্ধারকারী দল। জখম অবস্থায় তাঁকে ডিটিপিএস স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ডিটিপিএস সূত্রে জানা গিয়েছে, এ দিন আরও চার জনের সঙ্গে কোল বাঙ্কার পরিষ্কার করার কাজ করছিলেন ঠিকা শ্রমিক পিন্টু বাউড়ি। বাঙ্কারটি নীচের দিকে ক্রমশ সরু হয়ে গিয়েছে। হঠাৎ পাশ থেকে কয়লার চাঙড় নীচে পড়তে থাকে। বাকিরা সরে গেলেও পিন্টু নিজেকে সরাতে পারেননি। তাঁর উপরেই কয়লার চাঙড় জমে যায়। প্রথম দিকে সহকর্মীরাই পিন্টুকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন। খবর পেয়ে ডিএসপি ও ইসিএলের উদ্ধারকারী দল এবং দমকল আসে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় চাঙড় সরিয়ে পিন্টুকে উদ্ধার করা হয়। হাতে-পায়ে চোট পেয়েছেন ওই শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

রানিগঞ্জকে জেলা সদর করার দাবি
রানিগঞ্জকে জেলা সদর করার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহে নামল রানিগঞ্জ সিটিজেন্স কাউন্সিল। সংগঠনের সভাপতি প্রাক্তন অধ্যাপক রামদুলাল বসু জানান, ১৮ মে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সংবলিত একটি দাবিপত্র পাঠিয়েছেন তাঁরা। এবার নাগরিকরা একজোট হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। রামদুলাল বাবুর বক্তব্য, আসানসোল ও দুর্গাপুর দুই শহরের মাঝামাঝি এলাকায় রানিগঞ্জ অবস্থিত। আসানসোলের থেকেও পুরনো শহর রানিগঞ্জ। দেশের কয়লা খনি প্রথম রানিগঞ্জেই চালু হয়। দেশের কয়লা মানচিত্রে ইসিএলের এলাকা এখনও রানিগঞ্জ কোলফিল্ড বলেই পরিচিত। ১৮৪৮ সাল থেকে ১৯০৬ সাল পর্যন্ত রানিগঞ্জ মহকুমা ছিল। ১৯০৬ সাল থেকে তার নাম হয় আসানসোল মহকুমা। ১৮৭৬ সালে স্থাপিত রানিগঞ্জ পুরসভা আসানসোলের থেকে ১০ বছরের পুরনো। তাঁর দাবি, রানিগঞ্জেই রয়েছে দক্ষিণবঙ্গের সব থেকে বড় পাইকারি বাজারটি এবং বাঁকুড়া ও বীরভূম, পার্শ্ববর্তী এই দুই জেলার সঙ্গে সবথেকে নিকট যোগাযোগ কেন্দ্র রানিগঞ্জই।

আবাসনে ঢুকতে সমস্যায় খনির অফিসার
আবাসনে ঢুকতে না পেরে প্রজেক্ট এজেন্টের বাড়ির সামনে জিনিসপত্র নিয়ে রাত পর্যন্ত দাঁড়িয়ে রইলেন ইসিএলের সাতগ্রাম এরিয়ার এক সিনিয়র ম্যানেজার। রানিগঞ্জের সাতগ্রাম এরিয়ার সাতগ্রাম প্রজেক্টে শুক্রবার ঘটনাটি ঘটেছে। সিনিয়র ম্যানেজার (ইঅ্যান্ডএম) শিবাশিস বক্সি জানান, তাঁকে জে কে নগর থেকে সাতগ্রাম প্রজেক্টে বদলি করা হয়েছে। সাতগ্রাম প্রজেক্টের এজেন্ট কেসি দাঁ তাঁকে শুক্রবার নতুন কর্মস্থলে একটি আবাসনে ঢুকে যেতে বলেছিলেন। তিনি বলেন, “শুক্রবার সকালে পুরনো বাসস্থান থেকে সব জিনিসপত্র নিয়ে এসে দেখি ওই আবাসনে রয়েছেন জেকে নগরে বদলি হওয়া একই পদে কর্মরত প্রণব মিত্রের পরিবার। তাঁর ছেলের জ্বর। প্রণববাবুও অসুস্থ। এই অবস্থায় ওই আবাসনে ঢোকা যাবে না বুঝে সারাদিন এজেন্টের বাড়ির সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি।” শুক্রবার রাত ৮টা নাগাদ এজেন্ট কেসি দাঁ বলেন, “তাঁর বাড়ির সামনে শিবাশিসবাবু দাঁড়িয়ে আছেন। এরিয়া কার্যালয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি চেষ্টা চলছে।”

যুবকের দেহ উদ্ধার কাঁকসায়
স্নান করতে গিয়ে কাঁকসা থানার রাজবাঁধে দামোদরের ক্যানালে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল শুক্রবার সকালে। পুলিশ জানায়, গোপালপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ ধর (২৪) নামে ওই যুবক বুধবার সকাল ১১ টা নাগাদ আরও দুই বন্ধুর সঙ্গে ক্যানালের জলে স্নান করতে গিয়েছিলেন। হঠাৎ তিনি তলিয়ে যান তিনি। বন্ধুদের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ আসে। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ যুবকের খোঁজ মেলেনি। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে সামান্য দূরে একটি খাঁজ থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। কারখানা কর্তৃপক্ষের অবশ্য দাবি, সব অভিযোগ ঠিক নয়। আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.