টুকরো খবর
মিলল সুড়ঙ্গ
ছবি: মনোজ মুখোপাধ্যায়।
চাষ করতে গিয়ে এক চাষির কোদালের কোপে মাটির নীচ থেকে মিলল প্রাচীন একটি সুড়ঙ্গ। ওই আমতলা গ্রামের কাছেই আদিনা মসজিদ। বহু লোক তা দেখতে ভিড় করছেন। ভিড়ের চাপে ও সংরক্ষণের অভাবে প্রাচীন বাংলার রাজধানীর আমলের ওই সুড়ঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, এই আশঙ্কায় জেলার ইতিহাসবিদরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। আদিনা মসজিদের উত্তর দিকে ৫০০ মিটার এগুলেই আমতলা গ্রাম। মঙ্গলবার সকালে নিজের জমিতে ঝিঙ্গের মাচা তৈরি করতে খুঁটি পুঁতছিলেন উত্তম মন্ডল। কোদাল দিয়ে একটু গর্ত করতেই খুঁটি মাটির তলায় ঢুকে পড়ে। দু-তিন জায়গায় একই ঘটনা ঘটে। উত্তমবাবু বলেন, “খুঁটি আপনা-আপনি মাটি তলায় ঢুকে যেতে দেখে কৌতুহলে মাটি খুঁড়তে থাকি। একটু খুঁড়তেই দেখি ছোট ছোট প্রাচীন আমলের ইট দিয়ে তৈরি একটা সুড়ঙ্গ।” খবর পেয়েই প্রচুর মানুষ ছুটে যান সেখানে। এর পর গ্রামবাসী সুড়ঙ্গ খোঁড়া শুরু করেন। প্রায় ৮ ফুট খোঁড়ার পরে সাপের ভয়ে গ্রামবাসীরা খোঁড়া বন্ধ করে দেন। এখন যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই গোলাকার ভাবে ইট দিয়ে তৈরি। রাজ্য পুরাতত্ত্ব দফতরের উপ অধিকর্তা অমল রায় বলেন, “এই ধরনের সুড়ঙ্গ এর আগে বর্ধমান রাজবাড়িতেও পাওয়া গিয়েছে। সেখানে প্রত্ন দফতর তা উৎখননও করেছে। সাধারণত নিকাশির জন্যই এমন সুরঙ্গ ব্যবহার করা হত।” জেলার বিশিষ্ট ইতিহাসবিদ কমল বসাক বলেন, “ইলিয়াস শাহী বংশের রাজধানী ছিল পান্ডুয়া। প্রায় ১০০ বছরের আদিনা মসজিদকে ঘিরে পান্ডুয়া অবস্থিত ছিল। মুসলিম আমলে বাংলার রাজাধানী গৌড় ও পুরাতন মালদহের কাটরায় সুড়ঙ্গের হদিশ মিলেছে। আদিনায় কোনও সুড়ঙ্গের হদিস এত দিন মেলেনি। তাই এই সুড়ঙ্গটির ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। এখনই সংরক্ষণ করার জন্য প্রশাসন ও ভারতীয় পুরতত্ত্ব সর্বেক্ষণের এগিয়ে আসা উচিত।” গাজলের বিডিও আজমল হোসেন বলেন, “বিষয়টি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে জানানো হচ্ছে।” তবে সর্বেক্ষণের মালদহের অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর দিলীপকুমার দে বলেন, “মালদহে ফিরে সুড়ঙ্গের ব্যাপারে খোঁজ নেব।”

নিয়োগ চেয়ে অনশন
অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করলেন শহীদ বন্দনা স্মৃতি আবাসের ২০ জন প্রাক্তন মহিলা আবাসিক। বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ কোচবিহারের জেলাশাসকের দফতরের সামনে অনশন শুরু করেন তাঁরা। তাঁদের অভিযোগ, গত বছর হোমকোটায় কোচবিহারের ৩৫ জনকে অঙ্গনওয়াড়ী কর্মী হিসাবে নিয়োগ করা হয়। কেউই হোমের প্রাক্তন আবাসিক নন। প্রকৃত আবাসিকদের বঞ্চনার অভিযোগে সোমবার থেকে ৩ দিন বিক্ষোভ শুরু করেন ওই প্রাক্তন আবাসিকরা।

বধূর দেহ উদ্ধার
বধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পণের টাকা না দেওয়ায় ওই বধূর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী ও ৩ জন দেওরের বিরুদ্ধে। মালদহের রতুয়ার মহানন্দটোলা পঞ্চায়েতের গঙ্গারামটোলায় বুধবার রাতের ঘটনা। স্বামী সহ দুই দেওর পালিয়ে গেলেও পুলিশ অভিযুক্ত এক দেওরকে গ্রেফতার করেছে। মৃতার নাম লতিকা মন্ডল (২৫)। ধৃত দেওরের নাম শ্যাম মন্ডল। বিয়ের পর থেকেই টাকা আনার জন্য লতিকাদেবীর উপর স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার চালাত বলে অভিযোগ।

স্মারকলিপি
ডালখোলার শ্রী অগ্রসেন কলেজের শিক্ষক মানস জানার মুক্তি এবং করণদিঘি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে এমএমএস ছড়িয়ে দেওয়ার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মহকুমাশাসক, এসডিপিওকে স্মারকলিপি দিল এসইউসিআই।

নাবালিকা উদ্ধার
রাজস্থান থেকে অপহৃতা এক নাবালিকাকে মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুরে যৌথভাবে হানা দেয় রাজস্থান ও মালদহ পুলিশের একটি দল। অপহরণকারী গা ঢাকা দিলেও পুলিশ উদ্ধার করেছে অপহৃতা নাবালিকাকে। নাবালিকার বাড়ি রাজস্থানের ছোট আরা থানা এলাকায়। ওই এলাকাতেই গত ১০ বছর ধরে শ্রমিকের কাজ করত দৌলতপুরের এরাজত আলি। সেই সূত্রেই ওই নাবালিকার সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। ১৮ জুন ওই নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এরাজত অপহরণ করে দৌলতপুরে নিয়ে আসে বলে অভিযোগ।

যাত্রীর মৃত্যু
ভুটভুটি উল্টে মৃত্যু হল এক যাত্রীর। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার কোকিল এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম মফিজুদ্দিন সরকার (৫৪)। বাড়ি এলাকার দুর্লভপুর গ্রামে। জখম ৪ জন যাত্রীকে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। এদিন সকাল ১০ টা নাগাদ যাত্রী বোঝাই যন্ত্রচালিত ওই ভ্যান রিকশাটি হরিরামপুর বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

রাখি-সংক্ষেপে
• সরকারি নির্দেশিকা মেনেই বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইসলামপুর, চোপড়া, গোয়ালপোখর ও ইটাহার বিডিও অফিসের উদ্যোগে পালিত হল রাখিবন্ধন উৎসব। রায়গঞ্জ পুরসভার উদ্যোগে এ দিন শহরের বকুলতলা মোড় এলাকায় রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়। সেখানে মঞ্চ বানিয়ে মুখ্যমন্ত্রী ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত-সহ পুরসভার আধিকারিকেরা স্কুল পড়ুয়া ও বাসিন্দাদের হাতে রাখি পরান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিলি করা হয়। রায়গঞ্জের সুর্যোদয় মূক ও বধির হোমেও রাখী বন্ধন উৎসব হয়।
• পথচারীদের রাখী পরালেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার কোচবিহার কাছারি মোড়ে পথচারীদের রাখী পরিয়ে দেন তাঁরা। বক্সিরহাট থানার সামনেও একই ভাবে রাখী পরানো হয়। পুলিশ সুপার প্রণব দাস বলেন, “বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে ওই উদ্যোগ নেওয়া হয়।” জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার শহরে শিবির করে বাসিন্দাদের রাখী পরিয়ে দেন। কোচবিহার ব্লাইন্ড স্কুলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জেলাশাসক মোহন গাঁধী। কংগ্রেস সেবাদল, ছাত্র পরিষদ ও বিভিন্ন সরকারী কর্মী সংগঠনের পক্ষ থেকেও রাখী বন্ধন উৎসব পালন করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.