ক্রিকেটের পরে এ বার হকি। আই পি এলের পরে এ বার এইচ আই এল। ভারত-জয়ের খোঁজে আবার কি দেখা যাবে কলকাতার নাইট-দের?
আবার আসলে কলকাতার জন্য দল গড়ার আগ্রহ দেখাতে শুরু করলেন শাহরুখ খান। স্রেফ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখের জন্যই শিকে ছেঁড়ার একটা ক্ষীণ সম্ভাবনা দেখা দিল কলকাতার ভাগ্যেযে শহরে হকির পরিকাঠামো একেবারে শূন্য। রাজ্যে সরকার বদলের পরেও এখানে দীর্ঘদিন ঝুলে থাকা অ্যাস্ট্রোটার্ফ তৈরির কাজ কিছু হয়নি।
আগামী জানুয়ারিতে আই পি এলের ঢংয়ে হকি ইন্ডিয়া লিগ চালু হতে চলেছে ভারতে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে জমকালো টুর্নামেন্ট ৫ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। তার আগে সেপ্টেম্বরে খেলোয়াড়দের নিলাম। ইতিমধ্যেই সহারা গোষ্ঠী কিনে ফেলেছে লখনউয়ের দল। আর ফর্মুলা ওয়ানের সঙ্গে জড়িত জে পি গোষ্ঠী কিনে ফেলেছে পঞ্জাবের দল। ই এস পি এন দীর্ঘমেয়াদি চুক্তি সেরে ফেলেছে হকি লিগ সরাসরি সম্প্রচারের জন্য। সবুজ সঙ্কেত এসে গিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থার।
এত দিন কলকাতার কোনও দলের এই হকি লিগে খেলার সম্ভাবনা ছিলই না। অতীতে দু’বার এই জাতীয় লিগ হয়েছে এবং কলকাতার নাম বাতিল হয়ে গিয়েছে অ্যাস্ট্রোটার্ফের অভাবে। এ বার হকি ইন্ডিয়ার সিদ্ধান্ত, হকি লিগে পূর্বাঞ্চল থেকে একটি দল খেলবে। এবং সেখানে কলকাতার লড়াই ছিল রাঁচি, গুয়াহাটি-র সঙ্গে। ওই দুটি শহরে হকির পরিকাঠামো অনেক ভাল। কলকাতায় যেখানে অ্যাস্ট্রোটার্ফই বসাতে পারেনি প্রাক্তন ও বর্তমান সরকার, ওই দুটি শহরে ভাল অ্যাস্ট্রোটার্ফ রয়েছে। কিন্তু শাহরুখ খানের এক বার্তার পরেই ছবিটা বদলাতে শুরু করেছে। ‘চক দে ইন্ডিয়া’র কবীর খান নিজে ভারতীয় হকি সংস্থায় বার্তা পাঠিয়েছেন, কলকাতার টিম পেলেই তিনি এইচ আই লিগের টিম কিনতে পারেন। নইলে নয়। এমনিতে একটা দল কিনতে দরকার ৮ থেকে ১০ কোটি। শাহরুখের পক্ষে কেনা কঠিন নয়। কিন্তু বাংলা হকিতে তো কোনও ‘ইডেন’ নেই যে দল কিনলেই খেলা যাবে!
রাজ্য হকি সংস্থার দুই কর্তা সচিব গুরবক্স সিংহ, কোষাধ্যক্ষ গোপীনাথ ঘোষেরা বেশ উল্লসিত, শাহরুখ হকি ইন্ডিয়াকে এমন প্রস্তাব দেওয়ায়। এত দিনে রাজ্য ক্রীড়া দফতর কিছুই করতে পারেনি যুবভারতীর প্রস্তাবিত হকি স্টেডিয়াম নিয়ে। যদি শাহরুখের প্রস্তাবের পরে মন্ত্রীরা নড়েচড়ে বসেন!
বি এইচ এ সচিব অলিম্পিয়ান গুরবক্স বললেন, “দিল্লি থেকে হকি ইন্ডিয়ার কর্তারা আমাদের বলেছেন, কলকাতার টিম পেলেই শাহরুখ দল কিনতে আগ্রহী। ওঁরা জানতে চেয়েছেন, সেক্ষেত্রে আমরা কলকাতা সাইতে অস্থায়ী ফ্লাডলাইটের ব্যবস্থা করতে পারব কি না।” হকি ইন্ডিয়ার কর্তারা শাহরুখকে ফ্র্যাঞ্চাইজি মালিক হিসেবে পেতে উৎসাহী হকি লিগের প্রচারের জন্য। এ দিকে কলকাতায় শেষ পর্যন্ত হকি লিগ করতে হলে একমাত্র আশার আলো সল্টলেক সাইয়ের অ্যাস্ট্রোটার্ফ। সেখানেই অস্থায়ী ফ্লাডলাইটের ব্যবস্থা করার জন্য দরকার সাইয়ের অনুমতি। বি এইচ এ কর্তারা আশায়, এটা পেতে সমস্যা হবে না। সমস্যা হবে না ফ্লাডলাইটের টাকারওকেননা হকি ইন্ডিয়ার নিয়মে, এর খরচ দেবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। সমস্যা হল, হকি নিয়ে রাজ্য সরকারের মাথা ব্যথা নেই।
শাহরুখ খানের হকি ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহ দেখানোর ঘটনা অত্যন্ত তাৎপর্যময়। কেননা ইতিমধ্যেই ফুটবলে যুক্ত হতে তিনি প্রাথমিক কথা বলেছেন গোয়ার শ্রীনিবাস ডেম্পোর সঙ্গে। কথা ছিল, জুলাইয়ের শেষে শাহরুখ ও ডেম্পোর চুক্তি হয়ে যাবে। শাহরুখ সময় দিতে না পারায় বৈঠক পিছিয়েছে। এর মধ্যে শাহরুখের ভাবনায় হঠাৎ উঠে এসেছে হকি। দেখার ব্যাপার, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের হাত ধরেই মৃতপ্রায় বাংলার হকি আবার জেগে ওঠে কি না। |