বিদ্যুৎ দফতরের কর্মীর ভুয়ো পরিচয় দিয়ে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। ওই যুবকের নাম তন্ময় গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মেদিনীপুরের আবাসে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই যুবক এলাকার কয়েকজন ব্যক্তির বাড়িতে গিয়ে নিজেকে বিদ্যুৎ দফতরের কর্মী বলে পরিচয় দেয়। মিটার রিডিং দেখতে চায়। এক ব্যক্তির কাছ ‘ঘুষ’ও চায়। জানায়, মিটার খারাপ রয়েছে। দাবি মতো টাকা না দিলে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। যুবককে দেখে সন্দেহ হয়ে ওই ব্যক্তির। স্থানীয় কয়েকজনকে তিনি বিষয়টি জানান। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে। পরে থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
|
কাঁসাই থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ডেবরা থানার মকরামপুরের কাছে। ওই গ্রামেই বাড়ি কালু হেমব্রমের (৩০)। এ দিন সকালে স্থানীয় মানুষ নদীর ধারে তাঁর মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। এটি দুর্ঘটনা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তদন্তে তা খতিয়ে দেখছে পুলিশ।
|
মেদিনীপুরের রাঙামাটি থেকে ৪ বস্তা গম ও এক বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এফসিআই গুদামের পাশ থেকেই উদ্ধার হয় বস্তাগুলি। এফসিআইয়ের ওই গুদাম থেকে রেশনের খাদ্যশস্য লরিতে নিয়ে যাওয়ার সময় পাচারের চেষ্টা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
সিপিএম নেতা ধৃত গড়বেতায় |
দিন কয়েক আগে এক তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় গড়বেতার এক সিপিএম নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত কাজেম আলি সিপিএমের খড়কুশমা লোকাল কমিটির সম্পাদক। তিনি গড়বেতার এক সময়ের দাপুটে সিপিএম নেতা সুকুর আলির ঘনিষ্ঠ। |