লোকালয় থেকে খাঁচাবন্দি বাঘিনি
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘিনিকে খাঁচাবন্দি করল বন দফতর। বৃহস্পতিবার ভোরে গোসাবার কুমিরমারি গ্রামের একটি বাড়ির রান্নাঘর থেকে বাঘিনিটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করেন বনকর্মীরা। বন দফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের ধার দিয়ে বয়ে গিয়েছে ঝিলা নদী। উল্টো পাড়ে সুন্দরবনের ঝিলা জঙ্গল।বুধবার রাতে সেখান থেকে নদী সাঁতরে বাঘিনিটি ঢুকে পড়ে কুমিরমারিতে। প্রথমে এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে একটি ছাগল মারে। ছাগলের চিৎকারে গ্রামবাসীরা সতর্ক হয়ে যান। তাঁরা বেরিয়ে আসতেই বাঘিনিটি ওই গোয়াল থেকে পাশের নিতাই মণ্ডল নামে এক গ্রামবাসীর রান্নাঘরে ঢুকে পড়ে। গ্রামবাসীরা রান্নাঘরটি বাইরে থেকে আটকে খবর দেন বন দফতরে। রাতেই বনকর্মীরা গ্রামে চলে আসেন। রাতভর চেষ্টার পরে বৃহস্পতিবার ভোরে রান্নাঘরের জানলা দিয়ে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিটিকে কাবু করতে সক্ষম হন বনকর্মীরা। পরে খাঁচাবন্দি বাঘিনিটিকে লঞ্চে পয়ে নিয়ে যাওয়া হয় ঝিলা জঙ্গলের ধারে। দিনভর বাঘিনিটিকে সেখানেই রাখা হয়।
|
ফের ট্রেনের সঙ্গে ধাক্কায় হাতির মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের ট্রেনে কাটা পড়ল হাতি। গত কাল রাতে কামরূপ জেলার পানবাড়ির কাছে ঘটনাটি ঘটেছে। পশু চিকিৎসক অঞ্জন তালুকদার জানান, রাত সাড়ে ৯টা নাগাদ প্রায় ১৮-২০টি হাতির পাল রেল লাইন পার হচ্ছিল। সেই সময় তিনসুকিয়াগামী ইন্টারসিটি এক্সপ্রেস এসে পড়ে। একটি হাতি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। পানবাড়ি স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে, কুড়কুড়িয়া চা বাগানের পাশেই পড়ে ছিল হাতিটি। আজ সকালে ঘটনাস্থলেই স্ত্রী হাতিটির ময়না তদন্ত হয়। হাতিটির বয়স সাত বছর। এই রাস্তাটি ২০০৭ সালের আগে হাতি চলাচলের রাস্তা ছিল। পরে হাতিরা রাস্তা পরিবর্তন করে। কিন্তু ২০১০-এ ফের এই ‘করিডর’ হাতিরা আবার ব্যবহার করতে শুরু করে। তবে সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি মাসে এই পথে হাতি পারাপার করে। এই সময়ে হাতির পালের আসা প্রত্যাশিত ছিল না। বনবিভাগের তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে এ পর্যন্ত, অসমে ট্রেনে ৪২টি হাতি কাটা পড়ার ঘটনা ঘটল। নিহত হাতির সংখ্যা ৭২। ট্রেনের সঙ্গে ধাক্কা এড়াতে হাতি করিডরগুলিতে রাত টহল শুরু হয়েছে।
|
ডালে ডালে। পুরুলিয়ার চাকোলতোড়ে প্রদীপ মাহাতোর তোলা ছবি।
|
গাছ কাটার নালিশ নবদ্বীপে
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠেছে নবদ্বীপের বাবলারি পঞ্চায়েত প্রধান সিপিএমের অশোক সরকারের বিরুদ্ধে। বুধবার রাতে নবদ্বীপ থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অশোকবাবুর পড়শি ভাগ্যধর চন্দ। তাঁর অভিযোগ, কোনও অনুমতি না নিয়েই অশোকবাবু তাঁর জমির একটি পলাশ গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি পুলিশ ও বন দফতরকে জানিয়েছেন ভাগ্যধরবাবু। পুলিশ জানিয়েছে, ওই গাছের কাঠ পূর্বস্থলীর একটি কাঠ চেরাই কল থেকে উদ্ধার করেছে। বন দফতরের কৃষ্ণনগরের রেঞ্জ অফিসার অমলেন্দু রায় বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। উনি কোনও অনুমতি নেননি। তদন্ত হচ্ছে।” পুলিশ জানিয়েছে, অশোকবাবু পলাতক।
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
সাপের ছোবলে মৃত্যু হল এক বালিকার। মৃত ললিতা মাহাতো-র (৬) বাড়ি বাঘমুণ্ডির ধনুডি গ্রামে। তার বাবা খগেন মাহাতো জানান, বুধবার রাতে মেয়েকে সাপ ছোবল মারে। মেয়ের চিৎকারে ঘুম ভেঙে দেখেন একটি সাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান।
|
জার্মানির কোলনের একটি চিড়িয়াখানায় জোড়া জিরাফ। ছবি: এএফপি। |