|
|
|
|
ওড়িশা |
দলে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, পাঁচ মন্ত্রীকে ছাঁটলেন নবীন |
নিজস্ব প্রতিবেদন |
তাঁর মন্ত্রিসভার ‘হাই প্রোফাইল’ পাঁচ মন্ত্রীকে ছেঁটে ফেললেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। অর্থমন্ত্রী থেকে শুরু করে বিদ্যুৎমন্ত্রী, শ্রমমন্ত্রী, স্কুলশিক্ষা মন্ত্রী এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করালেন তিনি। এরই পাশাপাশি, নতুন নয় অনুগত বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে এলেন নবীন।
মাস দুয়েক আগে, নবীনের অনুপস্থিতির সুযোগ নিয়ে তাঁর ঘনিষ্ঠ সাংসদ প্যারীমোহন মহাপাত্র বিজু জনতা দলে ও রাজ্য সরকারের ‘ক্যু’ করার চেষ্টা করেছিলেন। বিধায়ক ও নবীন মন্ত্রিসভার বেশ কিছু সদস্যকে নিয়ে কয়েক দফা বৈঠকের পর প্যারীমোহনের সেই চেষ্টা অবশ্য ফলপ্রসূ হয়নি নবীনের তৎপরতায়। সেই সময় লন্ডন সফররত নবীন পট্টনায়ক তাঁর সফর কাটছাঁট করে দ্রুত ফিরে আসেন ভুবনেশ্বরে।
বিজু পট্টনায়কের উত্তরসূরি নবীনকে সামনে দেখে প্যারীমোহনের শিবির ছেড়ে অধিকাংশ বিধায়কই নবীনের দিকে চলে আসে। নবীন প্রথমেই প্যারীমোহনের বিরুদ্ধে দলবিরোধী কাজের জন্য কড়া ব্যবস্থা নেন। ছেঁটে ফেলেন মন্ত্রিসভার তিন সদস্যকেও।
গত দু’মাস ধরে মন্ত্রিসভায় পাঁচটি পদ খালি ছিল। প্রথমত, বিষমদ কেলেঙ্কারি ও পিপলি ধর্ষণ ও খুনের ঘটনায় নবীন বাদ দেন দুই মন্ত্রী, এ ইউ সিংহদেও ও প্রদীপ মহারথীকে। এর পরে দলে বিদ্রোহের কারণে বাদ দেন অঞ্জলি বেহেরা, সারদা পি নায়ক ও সঞ্জীব সাহুকে।
এই খালি পদ পূরণের জন্য রাজ্য মন্ত্রিসভায় এক দফা রদবদলের সম্ভাবনা গত দু’মাস ধরেই ঝুলে ছিল। কিন্তু আজ মন্ত্রিসভায় বহু প্রতীক্ষিত রদবদলের মাত্র কয়েক ঘণ্টা আগে নবীনের নির্দেশে যে ভাবে অর্থমন্ত্রী প্রফুল্ল ঘড়াই, বিদ্যুৎমন্ত্রী অতনু সব্যসাচী নায়ক, শ্রমমন্ত্রী পুষ্পেন্দ্র সিংহদেও, স্কুলশিক্ষা মন্ত্রী প্রতাপ জেনা এবং পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রফুল্ল শামলকে উস্তফা দিতে হল তা প্রায় নজিরবিহীন।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এই পাঁচ জনই প্যারীমোহনের বিদ্রোহে সক্রিয় ভাবে সামিল ছিলেন। কিন্তু নবীন তখনই এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি কৌশলগত কারণে। তবে দু’মাসের মধ্যে দল ও সরকারে নিজের সার্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করার পরেই নবীন এঁদের মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন।
পরিবর্তে আজ মন্ত্রিসভার রদবদলে নিয়ে আসা হয়েছে নয় নতুন মুখ। এঁদের মধ্যে তিন জন পূর্ণমন্ত্রী। এঁরা হলেন দামোদর রাউত, বিজয়শ্রী রাউতরায় ও কল্পতরু দাস। প্রতিমন্ত্রী পদে যাঁরা আজ শপথ নিয়েছেন তাঁরা হলেন: প্রতাপকেশরী দেও, সুব্রত তরাই, রজনীকান্ত সিংহ, সরোজিনী হেমব্রম, অরুণ সাহু ও রবিনারায়ণ নন্দ। |
|
|
|
|
|