ব্ল্যাকবেরি ঘিরে ফের চাপান-উতোর
সংবাদসংস্থা • টরন্টো |
ব্ল্যাকবেরি মারফত বিভিন্ন সংস্থার কর্মীদের মধ্যে আদান-প্রদান করা ই-মেল ও এসএমএস-এর সাঙ্কেতিক মোড়ক খোলার সূত্র ভারতকে দেওয়া হয়নি বলে জানাল ফোনটির নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম)। কানাডার সংস্থাটির বরং দাবি, অন্য স্মার্টফোন সংস্থার মতোই গ্রাহকের উপর নজরদারির জন্য টেলি পরিষেবা সংস্থাগুলিকে যতটুকু আইনি অধিকার দেওয়া উচিত, ততটাই দিয়েছে তারা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে ভারতকে রিম কর্পোরেট মেল-এ নজরদারির সমাধানসূত্র জানিয়েছে বলে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতেই এই বার্তা। নিরাপত্তার স্বার্থে ব্ল্যাকবেরিতে আদান-প্রদান হওয়া এসএমএস ও ই- মেলে নজরদারি করতে চেয়ে রিমের সঙ্গে আগেই বাদানুবাদে জড়ায় ভারত। পরে মেসেঞ্জার সার্ভিস (দুই ব্ল্যাকবেরির মধ্যে এসএমএস পরিষেবা)-সহ কিছু ক্ষেত্রে নজরদারির সুযোগ দেয় রিম। কিন্তু সংস্থার অন্দরের পরিষেবাগুলিতে ব্যবহৃত সঙ্কেত তাদের জানা নেই বলেই ফের দাবি করেছে রিম।
|
এ বার মেয়াদি আমানতে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক
সংবাদসংস্থা • মুম্বই |
গাড়ি ও গৃহঋণে বুধবার সুদ কমানোর পর আমানতেও সুদ ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাল স্টেট ব্যাঙ্ক। ৫ বছর ও তার বেশি আমানতে ১৫ লক্ষ টাকার কম জমায় সুদ ২৫ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৮.৫০%। ১৫ লক্ষ থেকে ১ কোটি টাকার কম জমায় তা ৫০ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৮.৫%। ৭ অগস্ট থেকে নয়া হার চালু হবে। ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক এস এল আর ২৪% থেকে কমিয়ে ২৩% করার পরই গত কাল গাড়ি ও গৃহঋণে সুদ কমিয়েছে দেশের বৃহত্তম এই ব্যাঙ্ক। এ বার তহবিল সংগ্রহের খরচ কমাতে আমানতে সুদ কমানো হল বলে বিশেষজ্ঞদের ধারণা। গৃহঋণ বছরে ২৫% বাড়বে বলে আগে লক্ষ্যমাত্রা স্থির করেছিল ব্যাঙ্ক। কিন্তু আবাসনের বাজারে মন্দার কারণে এখন তা কমিয়ে ১৫-২০% করেছে তারা। অন্য দিকে, ১ বছরের আমানতে সুদ ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯% করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
|
কোম্পানি ল বোর্ডে গেল ইউনিটেক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ইউনিনরের ব্যবসা নিলামের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে বৃহস্পতিবার কোম্পানি ল বোর্ডে গেল অন্যতম অংশীদার ইউনিটেক। বুধবারই ৭ অগস্টের আগে এই নিলামের সিদ্ধান্ত নিয়েছিল ইউনিনর। সংস্থার অপর অংশীদার নরওয়ের টেলিনরও নিলামে অংশ নিতে পারে। ইউনিনর থেকে পরিকল্পিত ভাবে ইউনিটেক-কে সরিয়ে দিতেই এই উদ্যোগ বলে কালই অভিযোগ করেছিল তারা।
|
কোলে মার্কেট |
পাল্লা (৫কেজি) |
দাম |
কাঁচালঙ্কা (বুলেট) |
১০০-১৩০ |
পেঁয়াজ (রাজস্থান) |
৫০ |
পেঁয়াজ (নাসিক) |
৪০ |
ঝিঙে |
৭৫ |
পটল |
৪৫-৫০ |
বেগুন (বড়) |
১০০ |
উচ্ছে |
৮০ |
ঢেঁড়স |
৪০-৪৫ |
করলা |
৫০ |
টম্যাটো |
১০০ |
আলু (৫০ কেজি বস্তা) |
৬০০ |
*সব দাম টাকায় |
|