টুকরো খবর |
শিল্পাঞ্চলে রাখি উৎসব
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও রাখিবন্ধন উৎসব পালন করল তৃণমূল। বৃহস্পতিবার শহরের বিভিন্ন ওয়ার্ডে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঁকসা থানার পানাগড় বাজারে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করে যুব তৃণমূল। সংগঠনের ব্লক সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, দলমত নির্বিশেষে স্থানীয় বাসিন্দা, সাধারণ মানুষ, ও বাসযাত্রীদের রাখি পরানোর পাশাপাশি মিস্টিও বিতরণ করা হয়। দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূল ঝাঁঝড়া কলোনি, কালীপুর, বালিজুড়ি, লাউদোহা, বনগ্রাম, ইছাপুর, কাটাবেরিয়া প্রভৃতি গ্রামে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করে বলে জানান দলের কর্মী পলাশ পাণ্ডে। রানিগঞ্জের রানিসায়র মোড়ে যুব তৃণমূল নেতা প্রকাশ মাহাতোর নেতৃত্বে শ’দুয়েক মানুষের হাতে রাখি পরানো হয়েছে। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) সভাপতি ববিতা দাস। |
বেতন বাড়ল সগরভাঙায়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সগরভাঙার একটি বেসরকারি কারখানার কর্মীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হল বৃহস্পতিবার। দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনার টি চট্টোপাধ্যায়ের কার্যালয়ে এই ত্রিপাক্ষিক চুক্তি চূড়ান্ত হয়। আইএনটিটিইউসির জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায় জানান, কর্মীদের মাসিক বেতন ২৬০০ টাকা বেড়েছে। গত বছরের অগস্ট থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। এছাড়া কারখানার পাঁচশো জন কর্মীদের জন্য চিকিৎসা বীমার পরিমাণও বার্ষিক ৬০ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ২ লক্ষ টাকা। এছাড়া দুর্ঘটনার জন্য বীমাও চালু করা হয়েছে। |
ঝাড়খণ্ড থেকে ধৃত ৬ দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঝাড়খণ্ডের জামতাড়া স্টেশন থেকে বৃহস্পতিবার একটি করে পাইপগান, ভোজালি ও ছুরি-সহ ছয় দুষ্কৃতীকে ধরল আরপিএফ। আরপিএফের আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার অমরেশ কুমারের দাবি, জেরায় দুষ্কৃতীরা জানিয়েছে, পাটলিপুত্র এক্সপ্রেসে ছিনতাই করার উদ্দেশেই স্টেশনে জমায়েত হয়েছিল তারা। |
স্টেশন থেকে ধৃত সশস্ত্র ৬
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
ঝাড়খণ্ডের জামতাড়া স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ছয় জন দুষ্কৃতীকে গ্রেফতার করলেন আসানসোল ডিভিশনের রেল নিরাপত্তাবাহিনীর কর্মীরা। এদের কাছ থেকে একটি করে পাইপগান, ভোজালি ও ছুরি বাজেয়াপ্ত করেছে আরপিএফ। আরপিএফের আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিউরিটি কমিশনার অমরেশ কুমারের দাবি, জেরার মুখে দুষ্কৃতীরা স্বীকার করেছে পাটলিপুত্র এক্সপ্রেসে ছিনতাই করার উদ্দেশ্যেই স্টেশনে জমায়েত হয়েছিল তারা। |
ট্রাক ও বাসের সংঘর্ষ, মৃত ১
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটির কাছে ২ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছেন এক জন। গুরুতর জখম অন্তত ৩৫। ঘটনাটি কুলটির দামাগড়িয়া মোড়ের। পুলিশ জানায়, বাসটি কলকাতার দিকে যাচ্ছিল। মৃতের নাম-পরিচয় অবশ্য জানতে পারেনি পুলিশ। |
বাইক চুরি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
পানশালার সামনে থেকে একটি বাইক নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ রানিগঞ্জের রানিসায়র এলাকার ঘটনা। রানিসায়রের বাসিন্দা শ্যামা কর্মকার আমরাসোঁতা ফাঁড়িতে অভিযোগে জানান, বুধবার রাত সাড়ে আটটা নাগাদ দোকানের বাইরে বেরিয়ে তিনি দেখেন বাইকটি নেই। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
শহিদ স্মরণ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
এআইটিইউসি আয়োজিত ‘শহিদ স্মরণে’ অনুষ্ঠানে বুধবার বক্তৃতা করেন এআইটিইউসির নেতা গুরুদাস দাশগুপ্ত। সংগঠনের জেলা নেতা প্রভাত রায় জানান, ১৯৭০ সালে আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে তাঁদের দুই সদস্যের মৃত্যু হয়েছিল। |
পরপর দু’টি বাড়িতে চুরি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
তালা ভেঙে চুরি হল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার এমএএমসি এলাকার দু’টি বাড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সুভাষ পল্লির বাসিন্দা শিবকুমার প্রসাদ ও সন্দীপ মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি হয়। সকালে জানা যায় পাশের সন্দীপবাবুর বাড়িতেও চুরি হয়েছে। তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। |
কোথায় কী |
দুর্গাপুর
‘ইউনিট রেইজিং ডে’ উদযাপন। ভিড়িঙ্গী কমপ্লেক্স। সকাল ৯টা।
উদ্যোগ: সিআইএসএফ ইউনিট, দুর্গাপুর ইস্পাত কারখানা।
অন্ডাল
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্প প্রদর্শনী। উখড়া গার্লস স্কুল মাঠ।
সন্ধ্যা সাড়ে ৬টা। উদ্যোগ: নেতাজী স্পোটির্ং ক্লাব। |
|