দিন-দুই নিখোঁজ থাকার পরে এক যুবকের পচা-গলা দেহ মিলল সিনেমা হলের কাছাকাছি দুবরাজপুর পুর এলাকার আট নম্বর ওয়ার্ড থেকে। সোমবার দেহটি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম ঈদ মহম্মদ ওরফে ইদু (৩৬)। ওই ওয়ার্ডেই তাঁর বাড়ি। স্বল্প বসতিপূর্ণ ও অপেক্ষকৃত ফাঁকা জায়গায় বর্ষায় গজিয়ে ওঠা ঝোপের মধ্যে পড়ে ছিল দেহটি। মৃতদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই এ দিন সকালে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। কিন্তু সকালে এসেও স্থানীয় মানুষ ও পরিবারের লোকেদের বাধায় দেহটি উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই ব্যক্তিকে ‘খুন’ করা হয়েছে, তাই তদন্তে পুলিশ কুকুর আনতে হবে—এই দাবিতে অনড় থাকেন তাঁরা। শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে পুলিশ কুকুর আনানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। এ দিন বিকেল ৫টা নাগাদ বর্ধমান পুলিশ লাইন থেকে একটি কুকুর নিয়ে আসা হয়। তবে ঘটনার কিনারা হয়নি। |
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পেশায় দীনমজুর ঈদ মহম্মদের শ্বশুরবাড়ি ও নিজের বাড়ি আট নম্বর ওয়ার্ডেই। চার সন্তানের বাবা ঈদ শনিবার দুপুরে কারও ডাকে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি। দিন-দুই বিস্তর খোঁজাখুঁজি করার পরেও তাঁর কোনও সন্ধান মেলেনি। সোমবার সকালেই দুবরাজপুর থানায় নিখোঁজ ডায়েরি করার কথা ভেবে ছিলেন পরিবারের লোকেরা। কিন্তু তার আগেই তাঁরা খারাপ খবরটা পান। মৃতের স্ত্রী পাখি বিবি বলেন, “কে কেন স্বামীকে এ ভাবে মারল বুঝতে পারছি না।”
তবে তাঁকে খুনই করা হয়েছে কি না ময়না-তদন্তের আগে তা সঠিক ভাবে বলা সম্ভব নয় বলে জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানিয়েছেন। এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, পুলিশ এসেছে। প্রায় অনাবৃত দেহটি ফুলে গিয়েছে। দুর্গন্ধ ছাড়াচ্ছে। নাকে কাপড় বা রুমাল চেপে মৃতদেহ দেখতে তখন জড়ো হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। |