বেহাল রাস্তাঘাট, যানবাহন সমস্যা, প্রত্যন্ত এলাকায় বিদ্যুদয়ন ইত্যাদি বিষয়ে উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক বৈঠকের আয়োজন করেছিল জেলাপ্রশাসন। শুক্রবার ওই বৈঠকে জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম ব্লক, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত-সহ সব স্তরের প্রতিনিধিদের নিয়ে পাথরপ্রতিমার উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। |
জেলার প্রত্যন্ত এই ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ১৫টি। অধিকাংশ গ্রামপঞ্চায়েতই নদীনালা বেষ্টিত হওয়ায় যাতায়াত অত্যন্ত কষ্টকর। ওই সব এলাকার সার্বিক উন্নয়নে বিভিন্ন দফতরের প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে ব্লক, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের প্রধানেরা তাঁদের এলাকার সমস্যাগুলি তুলে ধরেন। সমস্যাগুলির মধ্যে বাসিন্দাদের রেশন কার্ডের প্রয়োজনীয়তা, প্রত্যন্ত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা, যানবাহন সমস্যার পাশপাশি বেহাল রাস্তাঘাটের মতো বিষয়গুলির উপরে আলোকপাত করা হয়। নদীবাঁধ সংস্কারের উপরেও গুরুত্ব দেওয়া হয়।
জেলাশাসক বলেন, “জেলা প্রসাসনের সমস্ত আধিকারিকদের নিয়ে এই প্রথম পাথরপ্রতিমা ব্লকে বৈঠক হল। এর ফলে পঞ্চায়েগুলি তাদের সমস্যার কথা সরাসরি জানাতো পেরেছে। এই সব সমস্যার ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে এবং কতটা কী কাজ হয়েছে তা ৩-৪ মাস পরে ফের পর্যালোচনা করা হবে।”
ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ব্লকের ১৫ টি গ্রাম পঞ্চায়েতের প্রায় আড়াই হাজার জবকার্ড হোল্ডারদের দিয়ে ১০০ দিনের প্রকল্পে পাঁচ রকম ফলের গাছের চারা লাগানোর কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে যাতে তাঁরা ওই সব ফল নিজেরা খাওয়ার পাশাপাশি বিক্রি করে উপার্জন করতে পারেন। |