রাস্তা না নর্দমা? ঠাহর করাটাই মুশকিল। ইট বাধানো রাস্তা একটা আছে বৈকি, তবে তার সঙ্গে নিকাশি লানার তফাৎ নেই কিছুই। শেষ কবে কৃষ্ণনগরের ৫ নম্বর ওয়ার্ডের হরিগোপাল মোহান্ত লেন সংস্কার করা হয়েছে তা মনে করতে পারেন না স্থানীয় বাসিন্দারাই। কাদা-প্যাচপ্যাচে ওই রাস্তায় সারা বছরই জমে থাকে আবর্জনা, নোংরা জল। স্থানীয় বাসিন্দা অলোক রায় বলেন, “আমার নাকি জেলা সদরেই থাকি। রাস্তার যা অবস্থা তাতে এটাকে জেলা সদর বলতে লজ্জা করে।” লোকার মানুষ জানালেন, পুরসভাকে বার বার রাস্তা সারানোর জন্য অনুরোধ করা হয়েছে। তবে তাতে কর্ণপাত করেনি কেউ। বাধ্য হয়ে পাড়ায় চাঁদা তুলে মাঝে মধ্যেই সাফ করানো হয় রাস্তা। তবে নিকাশির কোনও ব্যবস্থা না থাকায়, দু’দিন যেতে না যেতেই ফের কাদায় ভরে যায় রাস্তা। স্থানীয় সিপিএম কাউন্সিলর কৃষ্ণা বিশ্বাস বললেন, “ওই এলাকা নিচু। রাস্তায় জল জমার সমস্যা রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কারের চেষ্টা করছি।”
|
লরি চাপা পড়ে মৃত্যু হয়েছে ফারহাদ শেখ নামে বছর দু’য়েকের এক শিশুর। রবিবার বিকেলে বেলডাঙার ভাগতায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। এ দিন মামার বাড়ির সামনে রাস্তায় পাথরবোঝাই ওই লরির ধাক্কায় মারা যায় ফারহাদ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষোভ উঠে যায়। পুলিশ জানিয়েছে, লরিটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক। অন্য দিকে সারগাছিতে এ দিন বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান সাহেব মাল (১৮) নামে ওই লরির খালাসির।
|
এক মাস ধরে নিখোঁজ দিবাকর বৈদ্য নামে বছর সাতাশের এক যুবক। গত ২৮ জুন বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন দিবাকর। তাঁর বাবা, পেশায় রঙমিস্ত্রি দিলীপ বৈদ্য বলেন, “বাড়ির কাছেই যাচ্ছে বলে মোবাইলটাও নিয়ে যায়নি। তার পর থেকে আর কোনও খোঁজ নেই ছেলের। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেছি। চারিদিকে খোঁজ-খবরও করেছি। কিন্তু ওর কোনও সন্ধান পাইনি।” পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানো হচ্ছে।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আনন্দ মণ্ডল (৫৬) নামে এক ব্যক্তির। বাড়ি বড়ঞার কুলির গোলাহাট গ্রামে। শনিবার বিকেলে চাষের কাজ সেরে বাড়ি ফেরার সময়ে একটি বিদ্যুতের খুঁটির তারে বিদুৎস্পৃষ্ট হন তিনি। আনন্দবাবুকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে।
|
গোপাল দে (৫৫) নামে এক বিড়ি কারখানার ম্যানেজারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে সুতির অরাঙ্গাবাদে কারখানার একটি ঘর থেকে তাঁর দেহ মেলে। শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পুলিশ কারখানার মালিক-সহ চার জনকে আটক করেছে। |