টুকরো খবর
নিখোঁজ যুবকের দেহ পুকুরে, খুনের নালিশ
বাড়ি সংলগ্ন পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার দাঁতিয়াড়া গ্রামে। মৃত স্বরূপ দোলই (৩২) শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। মৃতের বাড়ির লোকেদের অভিযোগ, স্বরূপকে খুন করে জলে ফেলে দিয়েছেন গ্রামেরই কয়েকজন বাসিন্দা। মৃতের পরিবারের তরফে দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাটালের সিআই অসিত সামন্ত বলেন, “মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গ্রামেরই শঙ্করপ্রসাদ করণের স্থানীয় ঈশ্বরপুর গ্রামে বিদ্যুৎ চালিত একটি স্যালো রয়েছে। সম্প্রতি ওই স্যালো চালানোর বিদ্যুতের তার চুরি হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে সেই তার পাওয়া যায় স্থানীয় একটি অবৈধ মদের দোকানে। দোকান মালিক গোপাল দোলই জানান, স্বরূপের কাছে তারগুলি মিলেছে। স্বরূপের দাদা তারাপদ দোলই বলেন, “শুক্রবার দুপুরে শঙ্করবাবুর চার ছেলে এবং কয়েকজন প্রতিবেশী বাড়িতে এসে ভাইয়ের খোঁজ করে। ভাই তখন ছিল না। তাঁরা তার চুরির জন্য স্বরূপকে খুন করে দেহ লোপাটের হুমকিও দেন। এরপর স্বরূপ বাড়িতে ফেরে। কিন্তু এই চুরির ঘটনা সে জানে না বলে ফের বাড়ি থেকে বেরিয়ে যায়।” রাতে আর স্বরূপ বাড়ি ফেরেননি। শনিবার দুপুর প্রায় ১২টা নাগাদ গ্রামের তালপুকুরে তাঁর দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। রবিবার ঘাটাল হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হয়েছে। তারাপদবাবুর অভিযোগ, ঘটনা জানাজানি হতেই শঙ্করবাবুর চার ছেলে ও অনান্য প্রতিবেশীরা গ্রাম ছেড়ে পালায়। এতেই সন্দেহ বাড়ে তাঁদের। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু হয়েছে।

পেটুয়াঘাটে মৎস্যমন্ত্রী
পেটুয়াঘাট মৎস্য বন্দর নির্মাণের প্রথম পর্যায়ের কাজ আটকে রয়েছে মৎস্য দফতর ও পশ্চিমবঙ্গ মৎস্য নিগমের বামপন্থী একাংশ আধিকারিকের চক্রান্তে শনিবার পেটুয়াঘাটে আসা মৎস্য মন্ত্রী আবু হেনার কাছে এমনই অভিযোগ জানাল তৃণমূল। তাদের অভিযোগ, বন্দর নির্মাণের প্রথম পর্যায়ে বরাদ্দ টাকাই খরচ করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ মৎস্য নিগম। শনিবার পেটুয়াঘাট মৎস্য বন্দর পরিদর্শন করে বন্দরেই এক সভায় অংশ নেন মৎস্য মন্ত্রী। উপস্থিত ছিলেন, মৎস্য অধিকর্তা ভরতলাল সাহা, জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন, মৎস্য কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সহ মৎস্য দফতর ও মৎস্য নিগমের আধিকারিকরা। সভায় অভিযোগ করা হয় প্রায় ২০০ কোটি টাকার পেটুয়াঘাট মৎস্য বন্দর প্রকল্পে প্রথম পযার্য়ের জন্য বরাদ্দ ৬০ কোটি ৯০ লক্ষ টাকা। সেই টাকার ১৫ কোটি টাকা এখনও খরচ হয়নি। পাশাপাশি পেটুয়াঘাটে অবিলম্বে অকসন হল, প্রসেসিং সেন্টার তৈরির দাবিও জানানো হয়। প্রশাসন সূত্রে খবর, মৎস্য দফতর ও নিগমের আধিকারিকদের ব্যর্থতার জন্য সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কৃষি দফতরের এক প্রতিনিধি দল পেটুয়াঘাট বন্দর পরিদর্শন করে প্রথম পযার্য়ের কাজ অসম্পূর্ণ রয়েছে বলে রিপোর্ট দেন। তারপরেই মন্ত্রীর এই পরিদশর্ন। এ দিন দিয়ে বলেন, “বন্দর নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে। প্রথম পযার্য়ের টাকা খরচ না করতে পারলে পরবর্তী পর্যায়ে আর টাকা পাওয়া যাবে না।” অন্যদিকে এ দিন দারিয়াপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি দাবিপত্র মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়।

ট্রেকার উল্টে জখম ২২ জন
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেকার উল্টে গিয়ে জখম হল ২২ জন যাত্রী। এঁদের মধ্যে রয়েছেন ৮ মহিলা ও ৪ জন শিশু। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের দোকানগোড়ায়। পুলিশ জানিয়েছে, এ দিন খেজুরি থানার হিজলি শরিফ থেকে হলদিয়ার বাড়বাজিতপুরে ফিরছিল ট্রেকারটি। জাতীয় সড়কের উপর ট্রেকারটির সামনে একটি ট্যঙ্কার থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজলিতে পড়ে যায় ট্রেকারটি। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। তবে এঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেকারটি আটক করা হলেও চালক পলাতক।

কাঁথিতে শ্যামল
শনিবার বিকেলে কাঁথি টাউন হলে প্রয়াত বাম নেতা এম কে পান্ধের স্মরণে “ভারতীয় গণতন্ত্র ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার সংগ্রাম” শীষর্ক এক বক্তৃতার আয়োজন করা হয়। প্রধান বক্তা ছিলেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। বক্তব্যে শ্যামলবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলেন, “রাজ্য প্রতি বছর কেন্দ্রকে সুদ বাবদ ২২ হাজার কোটি টাকা দেয়, এটা মিথ্যে কথা। ক্ষমতায় আসার ১৬ মাস পরেও কোনও কাজ না করে শুধু শিলান্যাস করছেন আর ফাঁকা বুলি দিচ্ছেন। এ দিকে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামছাড়া হারে বাড়ছে, রাজ্য জুড়ে নৈরাজ্য ছড়াচ্ছে।”

মাওবাদী সন্দেহে গ্রেফতার যুবক
ছবি: দেবরাজ ঘোষ।
এক মাওবাদী স্কোয়াড সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল পুলিশ। ধৃত বাবলু মুর্মুর বাড়ি ঝাড়গ্রামের নেদাবহড়া অঞ্চলের মাসাংডিহি গ্রামে। পুলিশের দাবি, শনিবার বিকেলে মানিকপাড়া বাজার থেকে বছর তেইশের বাবলুকে ধরা হয়। রাষ্ট্রদ্রোহ, খুন ও হামলা-নাশকতার পুরনো তিনটি মামলায় অভিযুক্ত করে বাবলুকে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয় রবিবার। এর মধ্যে গত বছর নভেম্বরে মাসাংডিহি গ্রামে তৃণমূল সমর্থিত জনজাগরণ মঞ্চের জমায়েত লক্ষ করে গুলি চালানোর মামলায় বাবলুকে ১০ দিন পুলিশি-হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক প্রিয়জিৎ চট্টোপাধ্যায়। অভিযুক্তের আইনজীবী তপন চৌধুরী দাবি করেন, “এলাকার প্রতিবাদী যুবক বাবলুকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।” সরকার পক্ষের পাল্টা দাবি ছিল, একাধিক মামলায় অভিযুক্ত মাওবাদী স্কোয়াড-সদস্য বাবলু এতদিন ‘ফেরার’ ছিলেন।

দুর্ঘটনায় মৃত প্রৌঢ়া
মোটর বাইক থেকে পড়ে মৃত্যু হল প্রৌঢ়ার। রবিবার দুপুরে নয়াগ্রামের বাঁশকুঠিতে দুর্ঘটনাটি ঘটে। মৃতা মঞ্জু সেনাপতি (৫৪) খড়িকামাথানির বাসিন্দা। ছেলের মোটর বাইকে চেপে মঞ্জুদেবী বাগড়ায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। মোটর বাইক চালাচ্ছিলেন তাঁর ছেলে বছর তেইশের গৌরাঙ্গ। বাঁশকুঠির কাছে ‘হাম্প’ পেরনোর সময় পড়ে যান মঞ্জুদেবী। মাথায় আঘাত লাগে। খড়িকামাথানি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মঞ্জুদেবীকে মৃত বলে ঘোষণা করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.