গরু ও মহিষ ভর্তি ৬টি গাড়ি আটক করল পুলিশ। বসিরহাট রবীন্দ্রভবনের কাছে শুক্রবার রাতে ওই ঘটনায় ২৫টি গরু ও ৬টি মহিষ আটক করা হয়। একজন চালক পালিয়ে গেলেও বাকি পাঁচজন চালককে গ্রেফতার করেছে। সম্প্রতি পুলিশ এবং বিএসএফের উদ্যোগে সীমান্তে গরু পাচার বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই দিন পুলিশ গোপন সূত্রে খবর পায় কয়েকটি ম্যাটাডরে করে গরু নিয়ে যাওয়া হবে। সেই মতো বসিরহাটের এসডিপিও এবং আইসি বাহিনী নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ওৎ পেতেছিলেন। গাড়িগুলি যাওয়ার সময় তাদের দাঁড়াতে বলা হলেও তারা পালানোর চেষ্টা করলে পুলিশ পিছু ধাওয়া করে গাড়িগুলি আটক করে। গাড়ির মালিক ও যারা গরু পাচার করছিল তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
সাপের ছোবলে মৃত্যু হল এক শিশুর। মৃতের নাম আনারুল হালদার (৭)। বাড়ি গোসাবার চণ্ডীর মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ঘুমন্ত আনারুলকে সাপ ছোবল মারে। প্রথমে তাকে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে গোসাবা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। |