টুকরো খবর
গাছ ভেঙে আহত চার
গাছ ভেঙে আহত হলেন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) পরীক্ষার্থীদের চার অভিভাবক। রবিবার, হরিদেবপুরে। আহতদের নাম সুনীল মুন্সি, বিকাশ সরকার, প্রবীর মণ্ডল এবং মহম্মদ তৌফিক। সুনীলবাবু এবং বিকাশবাবুকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, হরিদেবপুরের ব্রজমোহন স্কুলে ওই পরীক্ষার সিট পড়েছিল। এগারোটায় পরীক্ষা শুরুর পরে কয়েক জন অভিভাবক পাশের একটি গাছের নীচে বসেছিলেন। আচমকাই সেটি ভেঙে পড়ে। আটকে পড়েন সুনীলবাবু ও বিকাশবাবু। গাছ কেটে তাঁদের বার করা হয়। স্থানীয়েরা তাঁদের বাঙুর হাসপাতালে নিয়ে যান। অভিভাবকদের একাংশের অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা হয়নি। হাসপাতালের সুপার সন্তোষ রায় বলেন, “এ রকম হওয়ার কথা নয়। খোঁজ নিচ্ছি।” ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোড়া পচে গেলেও এত দিন গাছটি কাটা হয়নি। স্থানীয় কাউন্সিলর রত্না শূর বলেন, “স্থানীয়েরা গাছটিকে পুজো করতেন। তাই আমি গাছটি কাটার নির্দেশ দিলেও পুরকর্মীরা কাটতে চাননি। স্থানীয়েরাও বাধা দিয়েছিলেন।”

বধূর দেহ উদ্ধার
এক গৃহবধূর ঝুলন্ত দেহ মিলল। রবিবার, দমদমের বড় কাঠপুল এলাকা থেকে। মৃতার নাম আলপনা হাজরা (১৯)। এ দিন শ্বশুরবাড়ি থেকে তাঁর দেহ মেলে। পুলিশ জানায়, বছরখানেক আগে বিয়ে হয় আলপনার। তাঁর বাবা মনোরঞ্জন মণ্ডলের অভিযোগ, বিয়ের পর থেকেই আলপনার উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্যরা। অভিযোগের ভিত্তিতে আলপনার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ দিনই বালির ২ নম্বর জাতীয় সড়কের সিসিআর ব্রিজের ধারে একটি হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৭) পচাগলা দেহ মেলে। পুলিশ জানায়, হোটেলটি তিন মাস যাবৎ পরিত্যক্ত। এ দিন হোটেল-মালিক রঞ্জিতা কউর কাজে সেখানে যান। গন্ধ পেয়ে সন্দেহ হয় তাঁর। ভিতরে ঢুকে দেহটি দেখেন তিনি।

ল্যাবরেটরিতে আগুন
ল্যাবরেটরিতে আগুন লাগার ঘটনা ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল স্কটিশ চার্চ কলেজে। ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তখন কলেজের অ্যাসেম্বলি হলে কলকাতা জেলা বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান চলছিল। ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী। তবে কেউ আহত হয়নি। দমকল জানায়, এ দিন বিকেল পৌনে ৪টে নাগাদ বটানির ল্যাব থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দরজা ভেঙে ঢুকে দেখা যায়, একটি ফ্রিজ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা। গাঁধী কলোনি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কুণাল মালাকারের কথায়, “অনুষ্ঠান চলছিল। হঠাৎ শুনি, উপরের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। তবে অনুষ্ঠানে তার প্রভাব পড়েনি।”

‘পচা চামড়া’ চানাচুরে, ধৃত ১
খাবারে ভেজাল মেশানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম পরমেশ্বর পারেখ। রবিবার ঘটনাটি ঘটেছে বিধাননগর (পূর্ব) থানার সিটি সেন্টার সংলগ্ন এলাকায়। ধনঞ্জয় মণ্ডল নামে এক ব্যক্তি এ দিন পরমেশ্বরের দোকান থেকে চানাচুর কেনেন। ধনঞ্জয়ের অভিযোগ, চানাচুরের প্যাকেটের ভিতরে পচা চামড়া জাতীয় কিছু টুকরো ছিল। তার পরেই পুলিশে অভিযোগ করেন তিনি। ধনঞ্জয়ের অভিযোগের ভিত্তিতে পরমেশ্বরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সোনারপুরের কাদারহাটে রিভলভার, কার্তুজ, বোমা-সহ পাঁচ জনকে ধরা হয়েছে।

গম পাচারে ধৃতেরা পুলিশি হাজতে
জলপথে বাংলাদেশে বিপিএলের গম পাচার কাণ্ডে ধৃতদের পুলিশি হাজতে রাখার নির্দেশ দিল আদালত। শনিবার বন্দর এলাকায় জাহাজ থেকে সাড়ে চার হাজার কুইন্টাল গম উদ্ধার করে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বাংলাদেশে গম পাচারের ওই ঘটনায় জাহাজের চালক-সহ ১৩ জনকে ধরা হয়। ধৃতদের রবিবার ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হলে জাহাজের চালক আনারুল আলমকে ছ’দিন এবং অন্যদের ১০ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

গয়না নিয়ে ফেরার
চেতলার প্যারিমোহন রোডে গয়না বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দেওয়ার ‘ব্যবসা’ ছিল দুই ভাইয়ের। মে মাসের শেষ দিকে সব গয়না নিয়ে গা-ঢাকা দেয় তারা। ডিসি (সাউথ) দেবেন্দ্রপ্রকাশ সিংহ জানান, লাল্টু দলুই ও মন্টু নামে ওই দুই অভিযুক্তকে হাওড়ার শ্যামপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বন্ধকী গয়না কেনার অভিযোগে গ্রেফতার করা হয় তিন জন ‘রিসিভার’কেও।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.