আজকের শিরোনাম
অসমে পরিস্থিতির কিছুটা উন্নতি
দক্ষিণ অসমের কয়েকটি গ্রামে বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া অসমে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নতুন করে কোথাও হিংসা ছড়ায়নি। তবে এই পরিস্থিতিতে এখনই পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারছে না সরকার। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর টহল চলছে বিভিন্ন এলাকায়। কার্ফুও বলবত্ রয়েছে। তাই অনেক এলাকাতেই খুলছে না দোকানপাট। পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল ২ দিনের অসম সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম এবং বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।

এসএসসি পরীক্ষায় গণ্ডগোল
আজ এসএসসি পরীক্ষা শুরুর আগেই গণ্ডগোলের ঘটনা ঘটল উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ জেলারও বেশ কয়েকটি সেন্টারে। বেশ কিছু পরীক্ষার্থী বৈধ অ্যাডমিট কার্ড থাকা সত্ত্বেও পরীক্ষার হলে ঢুকতে পারলেন না। সেন্টার ইনচার্জদের তরফ তেকে জানানো হয়েছে, তাঁদের কাছে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের রোল নম্বর ও নাম কমিশনের তরফ থেকে পাঠানো হয়নি। তাই তাঁরা পরীক্ষার্থীদের ঢুকতে দিতে পারছেন না। অন্য দিকে স্কুল সার্ভিস কমিশনের নজরে ঘটনাটি এলে সেই সমস্ত সেন্টারে অবিলম্বে বৈধ অ্যাডমিট কার্ড থাকা পরীক্ষার্থীদের পরীক্ষার হলে বসতে দেওয়ার নির্দেশ পাঠানো হয়েছে। এমন কী হাওড়া, মালদহ ও বর্ধমান এই ৩ জেলার ৩টি সেন্টারে পরীক্ষা বাতিলও করতে হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থাতিতে যথেষ্ট ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

আজ জিটিএ নির্বাচন
আজ জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে ১৭টি আসনে ভোট গ্রহণ চলছে পাহাড়ে। মোট ২৯২টি বুথে সকাল থেকেই লম্বা লাইন রয়েছে। ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই চলছে। গোটা অঞ্চল জুড়েই রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোর্চার জয় নিশ্চিত, তবু এই নির্বাচন ঘিরে পাহাড়ের মানুষের মধ্যে যথেষ্ট উত্সাহ রয়েছে চোখে পড়ার মতো।

কলেজে ভর্তির নামে প্রতারণা
কেন্দ্রীয় শুল্ক বিভাগের এক উচ্চ পদস্থ আধিকারিকের ছেলেকে একটি বেসরকারি কলেজে ভর্তির নামে প্রতারণার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান ধৃত ব্যক্তিদের জেরা করে এই প্রতারণা চক্র সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.