মাওবাদীদের ‘শহিদ সপ্তাহ’, ঝাড়খণ্ডে সতর্কতার নির্দেশ |
মাওবাদীদের শহিদ সপ্তাহ পালনের ডাককে ঘিরে রাজ্য জুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ২৮ জুলাই থেকে ৩ অগস্ট, শহিদ সপ্তাহ পালনের ডাক দিয়েছে মাওবাদীরা। শহিদ সপ্তাহের দিনগুলিতে মাওবাদী জঙ্গিরা মরিয়া হয়ে বড় রকমের হামলা চালানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য পুলিশ। ঝাড়খণ্ড প্রশাসনের পাশাপাশি, সম্ভাব্য যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রেল-ও। আজ রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, শহিদ সপ্তাহে মাওবাদী প্রভাবিত এলাকায় ট্রেনের গতি এমন রাখা হবে, যাতে দ্রুত ট্রেন দাঁড় করানো যায়। আজ রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘শহিদ সপ্তাহ’ প্রেক্ষিতে মাওবাদী প্রভাবিত এলাকার প্রতিটি স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে ট্রেনের যাত্রী নিরাপত্তাও। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত মাওবাদী প্রভাবিত এলাকা দিয়ে যাওয়ার সময় ট্রেনের গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটারের বেশি হবে না। রাজ্য পুলিশের খবর, শহিদ সপ্তাহের প্রেক্ষিতে রাঁচি-সহ মাওবাদী প্রভবিত জেলাগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। সতর্কতা জারি করা করা হয়েছে রাজ্য জুড়ে। জেলার প্রতিটি থানায় মোতায়েন করা হয়েছে অতিরিক্তি পুলিশ বাহিনী।
|
রুমিকে ধরতে স্পিকারের অনুমতি চাইল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কংগ্রেস বিধায়ক রুমি নাথকে গ্রেফতার করতে চেয়ে স্পিকারের অনুমতি চাইল গুয়াহাটি পুলিশ।তাঁর ও তাঁর স্বামীর উপর যারা হামলা চালিয়েছিল, তাদের ধরতে গিয়ে নিজেই গ্রেফতার হওয়ার আশঙ্কায় রুমি গৌহাটি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। গত কাল বিচারপতি বি ডি অগ্রবাল সেই আবেদন নাকচ করে বলেন, রুমির বিরুদ্ধে অভিযোগগুলি গুরুতর। রুমি ঘটনাস্থলেও হাজির ছিলেন। এ ক্ষেত্রে আগাম জামিনের আবেদন মঞ্জুর হবে না। গুয়াহাটির বিধায়ক আবাসে, কংগ্রেসেরই আর এক বিধায়ক কমলাক্ষ দে-র ফ্ল্যাটে চড়াও হন বরখোলার বিধায়ক রুমি নাথ। গত ৩০ জুন করিমগঞ্জের হোটেলে শতাধিক মানুষ রুমি ও তাঁর স্বামী জ্যাকি জাকিরকে বেধড়ক মারধর করেন। রুমির অভিযোগ, ওই দিন তাঁদের মারধর করা চার ব্যক্তিকে ৫ জুলাই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থর সরকারি আবাসে দেখতে পান তিনি। রুমি এবং জ্যাকি সরকারি দেহরক্ষী-সহ কমলাক্ষর বাড়িতে চড়াও হয়ে ওই চার ব্যক্তিকে মারধর করেন। পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে। কমলাক্ষ ঘটনার সময় বাড়ি ছিলেন না। পরে তিনি রুমিদেবীর নামে অনুপ্রবেশ, ভাঙচুর, মারধর, সম্পত্তি লুঠ-সহ ছ’টি ধারায় মামলা ঠোকেন। এরপরেই পুলিশ স্পিকারের কাছে রুমিকে গ্রেফতার করার অনুমতি চায়।
|
বেউরের জেলারকে খুনের চেষ্টায় ধৃত ২ |
বেউর জেলের জেলারকে খুনের চেষ্টার অভিযোগেদু’জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে, আজ পটনায় নবাব ওরফে সিন্টু ও দীপক দয়াল পুলিশের জালে পড়ে। কাল জেলের লাগোয়া কোয়ার্টার্সে ফেরার সময় বেউর জেলের জেলার, অমরজিৎ সিংহকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। রক্ষীরা গুলি করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে পটনার রাস্তায় নজরদারি বাড়ায়। রাতে পুলিশ তাদের খোঁজ পায়। পুলিশ জানিয়েছে, বিন্দু সিংহ নামে এক অপরাধী বেউর জেলে বন্দি। বৃহস্পতিবার জেলের কর্মীরা তার কাছ থেকে মোবাইল ফোন আটক করে। মোবাইল না থাকায় জেল থেকে বাইরের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার কাজকর্মও আটকে যায়। রাগ মেটাতে জেলারকে খুনের পরিকল্পনা করে বিন্দু সিংহের শাগরেদরা। পটনার সিনিয়র পুলিশ সুপার অমৃত রাজ বলেন, “আক্রোশ থেকেই জেলারকে খুনের চেষ্টা করা হয়েছিল। দুই অপরাধীকেই গ্রেফতার করা হয়েছে।”
|
লন্ডন থেকে দুই আমলাকে ফেরাতে পারেন মুন্ডা |
ঝাড়খণ্ডের জোট সরকারের অন্যতম শরিক জেএমএম-এর চাপে বিড়ম্বনায় বিজেপি মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। রাজ্যের মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর প্রধান সচিবকে অলিম্পিক দেখতে লন্ডনে পাঠানোর প্রতিবাদে বিরোধী দলগুলির সঙ্গে সরব জেএমএম-ও। সরকারের অন্যতম এই শরিকের প্রতিবাদের জেরে ২ আমলাকে দ্রুত লন্ডন থেকে ফেরানো হতে পারে বলে আজ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে ইঙ্গিত। চাপে পড়ে ওই ২ আমলাকে লন্ডন থেকে ফেরাতে রাজি মুন্ডা। ওই দু’জনের অলিম্পিকে যাওয়ার বিষয়টি পাকা হয় ক’মাস আগেই। তখন কোনও মহল থেকে আপত্তি ওঠেনি।
|
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অসমের গোলমালের জেরে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও এখনও কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। শনিবার গুয়াহাটি থেকে চারটি ট্রেন বাতিল হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কর্মাশিয়াল ম্যানেজার অলকানন্দ সরকার জানান, ডাউন বিকানির এক্সপ্রেস, ডাউন কর্মভূমি এক্সপ্রেস, ডাউন অবধ অসম এক্সপ্রেস এবং ডাউন ব্রহ্মপুত্র এক্সপ্রেস বাতিল হয়েছে। এ দিন কলকাতা থেকে একটি স্পেশাল ট্রেন ছাড়া হয়েছে।
|
অম্বেডকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা |
দলিত নেত্রী মায়াবতীর পরে এ বার বি আর অম্বেডকরের মূর্তি ভেঙে দিল দুষ্কৃতীরা। আজ সকালে আজমগড়ের কাটাট-চাক্কাটাট গ্রামে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা যায় অম্বেডকরের মূর্তির ভাঙা অংশ। |