শনিবার দুপুরে ২০ মিনিটের জন্য ব্যাহত হল মেট্রো চলাচল। তবে ১০ মিনিট অন্তর মেট্রো চলায় যাত্রীদের তেমন অসুবিধা হয়নি বলেই দাবি মেট্রো কর্তৃপক্ষের। মেট্রো সূত্রে খবর, এ দিন ১টা ৫২ মিনিটে দমদমমুখী একটি ‘নন-এসি রেক’ শোভাবাজার-সুতানুটি স্টেশন পৌঁছলে একটি কামরার নীচে ধোঁয়া দেখা যায়। কন্ট্রোল রুম থেকে যাত্রীদের নামিয়ে ট্রেন খালি করে দেওয়া হয়। মেট্রোর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রত্যুষকুমার ঘোষ বলেন, “যাত্রী-সুরক্ষার কথা মাথায় রেখে ট্রেন খালি করা হয়।” প্রাথমিক তদন্তে কর্তৃপক্ষের ধারণা, ব্রেক কষার সময় ঘর্ষণজনিত কারণেই এই ঘটনা। ২টো ১২ মিনিটে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
|
সপ্তম শ্রেণির দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠল বেলঘরিয়া সরস্বতী বিদ্যালয়ের এক ইতিহাসের শিক্ষকের বিরুদ্ধে। শনিবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই ছাত্রদের পরিবার। বিশ্বজিৎ গুপ্ত ও রাকেশ মাহাতো নামে ওই দুই ছাত্রের অভিযোগ, ইতিহাসের শিক্ষক সম্রাট যাদব যে পাঠ্য পুস্তক কিনে আনতে বলেছিলেন তা তারা আনেনি। বদলে সরকার স্বীকৃত বই নিয়ে এসেছিলেন। সেই অপরাধে এ দিন ওই দুইজনকে মারধর করেন সম্রাটবাবু। প্রধান শিক্ষক রামজী সিংহ বলেন, “আগেও সম্রাটবাবুর নামে অভিযোগ পেয়েছি। তাঁকে সতর্কও করা হয়েছিল। আবার অভিযোগ পেলাম। খতিয়ে দেখা হবে।” অভিযুক্ত ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
মুচিপাড়া থানার অক্রুর দত্ত লেনে এক ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ উদ্ধার করেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানায়, বাসব ঘোষের (৪০) বাড়ি দুর্গাপুরে। তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসা করার জন্য মায়ের সঙ্গে অক্রুর দত্ত লেনে মাসির বাড়িতে এসেছিলেন। বাসববাবুর মা পুলিশকে জানান, দীর্ঘ দিন ধরে রোগ-ভোগের কারণে বাসববাবু অবসাদে ভুগছিলেন। তার থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের অনুমান। |