এক নয়, দুই নয়, একেবারে নয় বছর। তবু স্মৃতিতে ধুলো আর পড়ছে কোথায়? এখনও ইস্টবেঙ্গল সমর্থকরা চোখ বুজলে দেখতে পান, মাইক ওকোরোর অবিশ্বাস্য গোল। একটু ভাবলেই মনে পড়ে ষষ্ঠী দুলের সেই বিখ্যাত উক্তি: ‘ইউ চাইম্যান। আই ষষ্ঠী!’ ২০০৩-এর ২৬ জুলাই লোকগাথা হয়ে ঢুকে পড়েছে ভারতীয় ফুটবলে। ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ের দিন। ভারতীয় ফুটবলকে এক ধাপ এগিয়ে দেওয়ার দিন ভাইচুং-ওকোরোদের। রেড অ্যান্ড গোল্ড লাভার্স অ্যাসোসিয়েশন এবং টাইগার্স অন ফিল্ড ফ্যান্স ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার কলামন্দিরে আসিয়ান কাপ জয়ী দলকে সংবর্ধনা দেওয়া হল। এসেছিলেন চার জন। অন্যতম সদস্য দেবজিৎ ঘোষ বললেন, “আসিয়ান কাপ আমার ফুটবল জীবনের সেরা প্রাপ্তি।” ষষ্ঠী দুলে, দীপক মণ্ডল ও তুলুঙ্গার গলাতেও একই সুর। বৃহস্পতিবারের সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সমরেশ চৌধুরী, মোহন সিংহ, বিশ্বজিৎ ভট্টাচার্যরা। পুরনো স্মৃতি প্রসঙ্গে ক্লাবের প্রধান কর্তা দেবব্রত সরকার যেমন বলছিলেন, “আসিয়ান কাপ জয়ের কৃতিত্ব সবার। তবু এক জনের নাম আলাদা করে না বললেই নয়। তিনি সুভাষ ভৌমিক। আসিয়ান জয়ের অনুষ্ঠান আরও বড় করে করব আমরা।”
|
হাম্বানটোটায় লজ্জাজনক হারের যন্ত্রণার মধ্যে নতুন দুশ্চিন্তা তৈরি হল ভারতীয় শিবিরে। বৃহস্পতিবার নেট প্র্যাক্টিসে গলায় চোট পেলেন প্রজ্ঞান ওঝা। বাঁ হাতি স্পিনারের চোট বেশ গুরুতরই মনে করা হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রাথমিক চিকিৎসার পর যদিও ওঝাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি শনিবার ভারত বনাম শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। ওঝা চলতি সিরিজে দারুণ কিছু করে দেখাতে পারেননি এখনও। প্রথম ম্যাচে তিনি ওভার পিছু সাতের ওপর রান দিয়েছেন। এ দিকে, দিল্লিতে একটি অনুষ্ঠানে এসে সচিন তেন্ডুলকর জানিয়ে রাখলেন, ভবিষ্যতে বিদেশ সফরে ভাল করবে ভারত। সচিন বলেছেন, “একটা ব্যাপার ভাবা উচিত। আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিলাম, তখন ওরা ছিল হোম টিম। তাই এটা বলার কোনও মানে নেই যে ভারত শুধু দেশের মাঠে ভাল খেলে। মুদ্রার একটা পিঠ দেখা কখনওই উচিত নয়।” তবে একই সঙ্গে সচিন বলেছেন, “এটাও ঠিক যে অজুহাত খুঁজে লাভ নেই। বিদেশে গিয়ে আমাদের জিততে হবে।”
|
মিটে গেল র্যান্টি মার্টিন্সের ভিসা সমস্যা। ৫ অগস্ট প্রয়াগ ইউনাইটেডে যোগ দিচ্ছেন তিনি। র্যান্টির সমস্যা মিটলেও কার্লোস হার্নান্দেজ কবে আসবেন বলা কঠিন। শনিবার শহরে আসছেন বেলো রাজাক। ফেমি ফিরে গেলেন: ভিসা নিয়ে সমস্যা হওয়ায় দেশে ফিরে যেতে হল মহমেডানের সঙ্গে চুক্তিবদ্ধ ফেমিকে। গতবার হ্যালে খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার বেঙ্গালুরু থেকেই ফিরে গিয়েছেন। ফেমিকে দেওয়া অগ্রিম এবং বিমান ভাড়ার টাকা ফেরত চাওয়া হল ফেডারেশনের মাধ্যমে। মাঠ সচিব কামারুদ্দিন আহমেদ বলেন, “২ অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে পি জনকে। মহমেডানের হয়ে ’৬৭-র কলকাতা লিগ জয়ী দলের সদস্য ছিলেন জন।”
|
২৯ জুলাই মোহনবাগানের শিল্ড জয়ের শতবর্ষ উপলক্ষে ক্লাবের পাশাপাশি শতবর্ষ পালন হবে সে বারের অন্যতম নায়ক অভিলাষ ঘোষের বাড়িতে। তাঁর মেয়ে ও দৌহিত্ররা বিশেষ ভাবে পালন করছেন অনুষ্ঠান। সেখানে হাজির হবেন ক্লাবের অনেক প্রাক্তন ফুটবলার।
|
ভিসা নিয়ে সমস্যা হওয়ায় দেশে ফিরে যেতে হল মহমেডানের সঙ্গে চুক্তিবদ্ধ ফেমিকে। গতবার হ্যালে খেলা নাইজিরিয়ান স্ট্রাইকার বেঙ্গালুরু থেকেই ফিরে গিয়েছেন। ফেমিকে দেওয়া অগ্রিম এবং বিমান ভাড়ার টাকা ফেরত চাওয়া হল ফেডারেশনের মাধ্যমে। মাঠ সচিব কামারুদ্দিন আহমেদ বলেন, “২ অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জীবনকৃতি সম্মান তুলে দেওয়া হবে পি জনকে। মহমেডানের হয়ে ’৬৭-র কলকাতা লিগ জয়ী দলের সদস্য ছিলেন জন।” |