টোলগে ওজবেকে নিয়ে দীর্ঘ আড়াই মাস ধরে আটকে থাকা জট খোলার পথে। বৃহস্পতিবার রাত পর্যন্ত যা অবস্থা, তাতে আবার নতুন করে কোনও ঝামেলা না হলে সবুজ-মেরুন জার্সি পরে কলকাতা লিগেই হয়তো মাঠে নেমে পড়বেন অস্ট্রেলীয় স্ট্রাইকার।
আজ শুক্রবার বিকেলে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির জরুরি সভা ডেকেছে আই এফ এ। সেখানে পেশ হবে এ দিন সন্ধ্যায় জমা পড়া টোলগে এবং ইস্টবেঙ্গলের জোড়া চিঠি। এ দিন চিঠি হাতে পাওয়ার পর তা পড়ে অনেকটাই চিন্তা কমেছে আই এফ এ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়ের। বললেন, “দু’পক্ষের চিঠি পেয়েছি। দু’জনের মনোভাবই ইতিবাচক। আমি আশাবাদী।”
কিন্তু ৭২ ঘণ্টা স্নায়ুযুদ্ধের শেষ কী চিঠি পাঠিয়েছে দু’পক্ষ? ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ও ফুটবল সচিব বিদেশে। তাঁরা ফেরার পর যত তাড়াতাড়ি সম্ভব সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। লাল-হলুদের প্রধান কর্তা দেবব্রত সরকার বললেন, “আই এফ এ আমাদের চিঠি দিয়ে অনুরোধ করেছে। ক্লাবের কর্মসমিতির সভায় তা গুরুত্ব দিয়ে বিবেচনা করব। সেটা জানিয়ে দিয়েছি।” আজ আদালতে ইস্টবেঙ্গলের করা মামলা উঠতে পারে। ক্লাব সূত্রের খবর, সেখানে কিছুটা সময় চেয়ে নেওয়া হতে পারে। টোলগে-সমস্যা মিটলেই মামলা তুলে নেওয়া হবে।
ইস্টবেঙ্গল তাদের বক্তব্য খোলামেলা ভাবে জানিয়ে দিলেও মোহনবাগান তা প্রকাশ্যে আনতে চায়নি। সচিব অঞ্জন মিত্র বলে দিয়েছেন, “আমরা আই এফ এ-র দিকে তাকিয়ে আছি। চাই জট দ্রুত খুলুক।” কিন্তু চিঠিতে কী লিখলেন টোলগে? অনেক চাপাচাপির পর মোহন-সচিব বললেন, “টোলগে আই এফ-র সিদ্ধান্ত মেনে নিচ্ছে।” ইস্টবেঙ্গল কী চিঠি দেয় তা দেখার জন্য টোলগের সঙ্গে আইনজীবী ও ক্লাব কর্তাদের সভা তিন ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ছ’টায় নিয়ে যায় মোহনবাগান। টোলগে সেখানে বলেন, তিনি সমস্যা মিটিয়ে দ্রুত মাঠে নামতে চান। সেই মতোই চিঠির বয়ান তৈরি হয়। জানা গিয়েছে, কঠিন কিছু সিদ্ধান্ত মানলেও দু’একটি ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন টোলগে। |