টুকরো খবর
দুর্ঘটনায় মৃত্যু, জট জাতীয় সড়কে
রানিগঞ্জমুখী ট্রেলার এবং উল্টোদিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে মারা গেলেন ট্রেলারের চালক। বৃহস্পতিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কে, শালবনি থানার ফার্ম রোড এলাকায়। মৃত চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যাচ্ছে, তাঁর নাম রামবাবু সাউ। বয়স বছর পঁয়ত্রিশ। বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে। ফার্মরোডে রয়েছে একটি খাল। খালের উপর রয়েছে ছোট সেতু। সেতুর আগের কিছুটা অংশ বেশ নিচু। ফলে, অনেক সময়েই উল্টোদিকের গাড়ি আগেভাগে দেখা যায় না। দেখা গেলেও দূরত্ব আন্দাজ করা কঠিন হয়।
ছবি: রামপ্রসাদ সাউ।
পুলিশের অনুমান, বৃহস্পতিবার ভোররাতে দু’দিক থেকে যখন দু’টি গাড়ি আসছিল, তখনও সম্ভবত দুই চালক দূরত্ব আন্দাজে ভুল করেছিলেন বা আগে থেকে উল্টোদিকের গাড়ি দেখতেই পাননি। মুখোমুখি সংঘর্ষে ট্রেলারটি খালে পড়ে যায়। আর খালের উপরের সেতুতে আটকে যায় লরিটি। ফলে, বালেশ্বর-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট চলে। ক্রেনে করে গাড়ি সরাতে সকাল ৮টা বেজে যায়। তখন সেতুর দু’দিকেই কয়েকশো গাড়ি দাঁড়িয়ে।

পঞ্চায়েতে অবস্থান
একশো দিনের প্রকল্পে কাজ করেও মজুরি মেলেনি, এই অভিযোগে বৃহস্পতিবার সবংয়ের কেরুড় পঞ্চায়েতে অবস্থান-বিক্ষোভ করেন বেশ কিছু শ্রমিক। তৃণমূলের নেতৃত্বেই এই কর্মসূচি। শ্রমিকদের বক্তব্য, ২০০৮ সালে কাজ হয়েছিল। এখনও পর্যন্ত মজুরি মেলেনি। আগেও প্রশাসনের বিভিন্ন-স্তরে বকেয়া মজুরি দেওয়ার দাবি জানানো হয়েছে। মজুরি দিতে কেন এই দেরি? প্রশাসন সূত্রের ব্যাখ্যা, ব্লক প্রশাসনের অনুমতি না নিয়ে কাজ হয়েছিল। ফলে অর্থ বরাদ্দই হয়নি। তবে সবংয়ের বিডিও দীপাঞ্জন দে বলেন, “সমস্যা সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের বক্তব্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি।” প্রশিক্ষণ কর্মশালা। নারকেল ছোবড়া দিয়ে কী ভাবে নানা সরঞ্জাম তৈরি করা যেতে পারে, তা নিয়ে মেদিনীপুরের বিদ্যাসাগর হলে কর্মশালা হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শিল্প-কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রহ্লাদ হাজরা। স্বসহায়ক দলের দু’শো জন যোগ দেন।

নতুন বিমা-অফিস
বৃহস্পতিবার খড়্গপুর শহরের মালঞ্চ’য় এলআইসি-র খড়্গপুর বিভাগের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন হল। ‘জীবন প্রকাশ’ নামে এই কার্যালয়ের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান ডি কে মেহরোত্রা। তিনি এ দিন একই সঙ্গে এলআইসি-কর্মীদের বাসভবন ‘জীবন-নিলয়ে’রও উদ্বোধন করেন। ছিলেন সংস্থার জোনাল ম্যানেজার এম কে রায়, আঞ্চলিক অধিকর্তা এস দাস, পূর্বাঞ্চলের মুখ্য ইঞ্জিনিয়ার এ চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। স্বাগত বক্তব্য রাখেন খড়্গপুর ডিভিশনের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বিবেকানন্দ প্রধান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খড়্গপুর অঞ্চলের মার্কেটিং ম্যানেজার কৌশিক ঘোষাল।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.