প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তির মুণ্ডচ্ছেদ করল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোমতী নগরে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এ দিন দুপুরে স্থানীয় ভীমরাও অম্বেডকর সামাজিক পরিবর্তন স্থলে লাগানো মার্বেলের ওই চার ফুটের মূর্তিটির উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। হাতুড়ি দিয়ে মূর্তিটির মাথা ভেঙে দেওয়ার পাশাপাশি তার দু’টি হাতের কিছু অংশ নষ্ট করে দিয়ে পালায়।
উত্তর প্রদেশ নবনির্মাণ সেনা নামে একটি রাজনৈতিক দলের তরফে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। দলের রাজ্য সভাপতি অমিত জনির বক্তব্য, একাধিক দুর্নীতিতে জড়িত মায়াবতী। তাঁর মূর্তি রাজ্য জুড়ে ছড়িয়ে থাকার যৌক্তিকতা নেই। তিন দিনের মধ্যে সরকার যদি লখনউ-সহ রাজ্যে ছড়িয়ে থাকা মায়াবতীর মূর্তিগুলিকে সরিয়ে না দেয়, তা হলে তাঁরাই এ রকম হামলা চালিয়ে মূর্তিগুলি নষ্ট করে দেবেন। পুলিশ অবশ্য পরে মূর্তির মাথাটি উদ্ধার করেছে। মায়াবতী নিজে এ বিষয়ে মুখ না খুললেও, বসপা ঘটনাটিকে রাজ্য সরকারের দুরভিসন্ধি বলে উল্লেখ করেছে। ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার পর রাজ্যের একাধিক জায়গায় পথ অবরোধ করেন বসপা কর্মীরা। |
উদ্ধার হওয়ার পর মায়াবতীর মূর্তির কেটে নেওয়া মাথা। ছবি: এপি |
মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিংহ যাদব অবশ্য পুরো ঘটনার নিন্দা করে জানিয়েছেন, এ রকম ঘটনা রাজ্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট করে দিচ্ছে। রাতে রাজ্য পুলিশের ডিজি অম্বরীশ প্রসাদ শর্মা জানিয়েছেন, নবনির্মাণ সেনার সভাপতি অমিত জনি আদতে মেরঠের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দু’টি খুনের চেষ্টা-সহ সাতটি ফৌজদারি মামলা চলছে। যে ভাবে মূর্তিটি ভাঙা হয়েছে তাতে চক্রান্তের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। |