দেশ জুড়ে খরার পরিস্থিতি তৈরি হওয়ায় রাজনৈতিক ভাবে তার ফায়দা নিতে আসরে নামতে চলেছে বিজেপি নেতৃত্ব।
চলতি বর্ষায় যে ভাবে গোটা দেশেই বৃষ্টিপাত কম হয়েছে তাতে খরা হওয়ার আশঙ্কা এখন আর উড়িয়ে দিতে পারছে না খোদ কৃষি মন্ত্রকই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাতে আগামী ৩-৮ অগস্ট দেশের সবক’টি জেলা সদরে বিক্ষোভে নামার পরিকল্পনা নিয়েছে বিজেপি। দলের পক্ষ থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ।
পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চলতি খরিফ মরসুমে ধান, ডাল, জোয়ার, বাজরার মতো ফসল বহু জায়গায় বপণের কাজ শুরু করা সম্ভব হয়নি। কৃষি মন্ত্রকও স্বীকার করেছে, যেখানে আগেই বোনার কাজ হয়ে গিয়েছিল সেখানেও বৃষ্টি না হওয়ায় ফসল খেতেই শুকিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতিতে বিজেপি দাবি করেছে, ফসল বাঁচাতে কৃষকরা যাতে বোরিং-এর মাধ্যমে চাষের জল পান তার জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করুক কেন্দ্র। কেন্দ্রীয় নীতির কারণে দু’বছরে সারের দাম ৩০০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আজ অভিযোগ করে বিজেপি। অবিলম্বে সারের ওই বর্ধিত দাম প্রত্যাহার করার দাবি জানানোর পাশাপাশি আজ রাজনাথ বলেন, “সরকারি গুদামে জায়গা না থাকায় বিপুল পরিমাণ খাদ্যশস্য প্রতি বছর নষ্ট হয়। নষ্ট করার চেয়ে ওই খাদ্যশস্য অবিলম্বে খরা কবলিত এলাকায় বিতরণ করা শুরু করুক কেন্দ্র। যাতে অন্তত গরিব মানুষদের না খেয়ে মরতে না হয়।” অগস্ট মাসে দেশের প্রত্যেকটি জেলা সদরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ২০ অগস্ট দিল্লির যন্তরমন্তরে গোটা দেশের কৃষকদের একত্রিত করে ধর্নায় বসার কথাও আজ জানিয়েছে দল। |