বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার, কড়েয়া থানার মেফেয়ার রোডে। মৃতার নাম স্মৃতি ভার্গব (৩৬)। পুলিশ জানায়, স্বামীর সঙ্গে ওই বহুতলেই থাকতেন স্মৃতিদেবী। এ দিন বিকেলে পাঁচ তলার ছাদ থেকে ‘ঝাঁপ’ দেন তিনি। ন্যাশনালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জেনেছে, তিনি দীর্ঘ দিন অবসাদে ভুগছিলেন। অন্য দিকে, এক মহিলার অস্বাভাবিক মৃত্যুতে খুনের অভিযোগ করলেন তাঁর ছেলে। মঙ্গলবার পোস্তার এক গুদামে অন্নপূর্ণা প্রধান (৫৫) নামে ওই মহিলার দেহ মেলে। পুলিশ জানায়, ঘাড়ে চালের বস্তা পড়ায় মৃত্যু হয় ওই মহিলার। কিন্তু তাঁর ছেলে জয়দেবের অভিযোগ, মাকে খুন করা হয়েছে। রবিবার থেকে অন্নপূর্ণাদেবীর খোঁজ না পেয়ে সোমবার তাঁর পরিবার নিখোঁজ ডায়েরি করে। ময়না তদন্তের রিপোর্টে পুলিশ জেনেছে, ভারী কিছুর আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই অন্নপূর্ণাদেবীর মৃত্যু হয়েছে।
|
গোপালনগর নিকাশি পাম্পিং স্টেশনে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৩১ কিউসেক ক্ষমতার দু’টি নতুন পাম্প বসল বৃহস্পতিবার। ফলে বর্ষায় জল জমা থেকে রেহাই পাবে ৭৪, ৭৬-৮০ ও ৮২ নম্বর ওয়ার্ড। পাম্পিং স্টেশনের উদ্বোধনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারে নিকাশি নালা বন্ধ হয়ে যাচ্ছে। মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, পাম্পিং স্টেশনগুলির অধিকাংশ পাম্প বহু পুরনো। এডিবি-র দ্বিতীয় পর্যায়ের ঋণের টাকা পেলে পুরসভা পাম্পগুলি বদলাবে। মেয়র পারিষদ (নিকাশি) রাজীব দেব জানান, বর্ষায় জল জমা রুখতে বিভিন্ন বরোতে ২৪ ঘণ্টা বিশেষ বাহিনী থাকছে। পুরসভার কন্ট্রোল রুমে ফোন করলেই তারা গিয়ে জমা জল সরানোর ব্যবস্থা করবে।
|
গোড়ায় যেটা নিছক মজা বা সময় কাটানোর উপায়, ক্রমে সেটাই গ্রাস করল অস্তিত্বকে। শারীরিক, মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলল। মদ্যপানের এমন পরিণতি অজস্র। কী ভাবে এ থেকে বেরোনো যায়, তার হদিস দিতে বৃহস্পতিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ‘অ্যালকোহলিক অ্যানোনিমাস’ নামে একটি সংস্থা। সংস্থার কর্তাদের দাবি, মদ্যপানে আসক্ত হয়ে যাঁরা সুস্থ জীবন থেকে সরে যাচ্ছেন, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজনকে সঠিক পথের দিশা দেখানোর চেষ্টা করেন তাঁরা। মনোবিদ রিমা মুখোপাধ্যায় বলেন, “বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ির লোকজন আবেগপ্রবণ হয়ে নেশা ছাড়ানোর চেষ্টা করেন। তাতে লাভ হয় না। এ জন্য বিশেষ চিকিৎসা প্রয়োজন।” |