|
|
|
|
|
|
তিনি বলেন
|
এই ব্ল্যাকমেলিং,
চিটিংবাজি সহ্য করব না। |
মমতা বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ ট্যাক্সি ধর্মঘটের মোকাবিলা |
|
|
|
বাজার যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
গড়িয়াহাট: আলু ১৭, পেঁয়াজ ১৬, বেগুন ২০, টোম্যাটো ৩৫, ঢ্যাঁড়স ২০, পটল ২০, ঝিঙে ২৫, কুমড়ো ২০, কাঁকরোল ২৫, উচ্ছে ৪০, ল্যাঙড়া আম ৫০, জামরুল ১০০, আঙুর ১২০, মোসাম্বি ৮০ (ডজন), পাকা পেঁপে ২৫, বেদানা ১৫০, আনারস ৪৫, আপেল ১২০, কাটা পোনা ১৮০, কাতলা ২৫০, ইলিশ ৮০০, ট্যাংরা ৪০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০, পার্শে ২৫০।
লেক মার্কেট: আলু ১৭, পেঁয়াজ ১৬, বেগুন ২০, ঢ্যাঁড়স ২০, টোম্যাটো ৪০, পটল ২০, শসা ২৫, ঝিঙে ২০, কাঁচকলা ৪ (একটি), লাউ ২৫, কুমড়ো ২০, উচ্ছে ৩০, কাঁকরোল ২৫, পেঁপে ৩০, ল্যাঙড়া আম ৫০, জামরুল ১০০, আঙুর ১২০, মোসাম্বি ৮০ (ডজন), আনারস ৪৫, বেদানা ১৫০, আপেল ১২০, কাটা পোনা ১৮০, ইলিশ ৭০০, ট্যাংরা ৪০০, ভেটকি ৩৫০, পাবদা ৩৫০।
মানিকতলা: আলু ১৭, পেঁয়াজ ১৬, বেগুন ২০, ঢ্যাঁড়স ২০, টোম্যাটো ৩০, পটল ১৬, শসা ২০, ঝিঙে ২০, কাঁচকলা ৪ (একটি), লাউ ২৫, কুমড়ো ১৬, উচ্ছে ৩০, কাঁকরোল ২৫, গাঁটি কচু ২৫, ল্যাঙড়া আম ৫০, জামরুল ৭০, মোসাম্বি ৬০ (ডজন), বেদানা ১৩০, আপেল ১২০, কাটা পোনা ১৮০, ইলিশ ৬০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০, পার্শে ২৫০।
শোভাবাজার: আলু ১৬, পেঁয়াজ ১৬, বেগুন ২০, টোম্যাটো ৩০, লাউ ২৫, পটল ১৬, কুমড়ো ১৬, ঝিঙে ২০, উচ্ছে ২৫, পেঁপে ৩০, কাঁকরোল ২০, ল্যাঙড়া আম ৫০, আনারস ৪০, পাকা পেঁপে ২৫, জামরুল ৭০, কালো আঙুর ১৩০, মোসাম্বি ৬০ (ডজন), বেদানা ১২০, আপেল ১২০, কাটা পোনা ১৮০, কাতলা ২২০, ইলিশ ৬০০, পমফ্রেট ৩৫০, ভেটকি ৩৫০, পার্শে ২৫০। |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ৪, ৮ ও ৯।
শুভ দিন: রবি, সোম ও বৃহস্পতি।
শুভ রং: সোনালি, কমলা, গোলাপি, গেরুয়া, হলুদ, চাঁপা ও সিঁদুর।
শুভ রত্ন: চুনি, পান্না ও মুনস্টোন।
স্বাস্থ্য ভালই থাকবে। প্রবীণ ব্যক্তিরা পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। হতাশামুক্ত থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। গোপন শত্রুতায় পদোন্নতি বিলম্বিত হতে পারে। চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা থেকেও আয় হবে। সঞ্চয়ে মন দিন। ব্যবসায় বৈদেশিক যোগাযোগ। ব্যবসা সম্প্রসারণের জন্য সচেষ্ট হলে আর্থিক ও রাজনৈতিক সহায়তা পাবেন। প্রিয়জনের বিয়ের যোগাযোগ হবে। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
প্রশ্ন নিয়ে গণ্ডগোল
প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগে এক শ্রেণীর পরীক্ষার্থীর মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ায় বুধবার দ্বারভাঙ্গা ভবনে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের শেষ পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা গৃহীত হয় নাই। সুরেন্দ্রনাথ কলেজ কেন্দ্রে ঐ পরীক্ষা গৃহীত হইয়াছে। দ্বারভাঙ্গা ভবনে প্রায় ২০ জন ছাত্রী-সহ ৪৩৪ জন পরীক্ষার্থী ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইন কলেজের ইতিহাসে ইতিপূর্বে কখনও এইভাবে পরীক্ষা বন্ধ হয় নাই। আইন কলেজের অধ্যক্ষ শ্রী পি এন ব্যানার্জি বলেন, অভিযোগের কারণ থাকিলেও হল ত্যাগ করা উচিত হয় নাই। তাঁহার ৩৮ বছরের অভিজ্ঞতায় ৭৩ বার আইনের পরীক্ষা গৃহীত হইয়াছে কিন্তু তখনও এইরূপ ‘রীতিবহির্ভূত’ ঘটনা ঘটে নাই।
—আনন্দবাজার পত্রিকা, ২৬ জুলাই ১৯৬২।
বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|