আগামীকাল উদ্বোধন অনুষ্ঠানের আগে লন্ডনের রাজপথে মশাল হাতে দৌড়লেন অমিতাভ বচ্চন। সাউথওয়ার্কের রাস্তায় মোট ৩২.৭ মাইল রিলের মধ্যে শেষ ৩০০ মিটার অলিম্পিক মশাল হাতে দৌড়লেন তিনি। রিলের অন্যান্য অংশে উপস্থিত ছিলেন লুইস মুডি, জিম অ্যান্ডারসন, টম ডেভিস-সহ বিভিন্ন ক্ষেত্রের নামিদামী ব্যক্তিরা।
|
শিক্ষকের বকুনি, আত্মঘাতী ছাত্রী |
হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী। অপর্ণা মিশ্র নামে সেন্ট ডমিনিক স্কুলের ওই ছাত্রী আজ রসায়নের পরীক্ষা দিতে গিয়েছিল। পরীক্ষা চলাকালীন সহপাঠীর কাছে প্রশ্নের উত্তর জানতে চাওয়ায় শিক্ষক তাকে বকাবকি ও মারধর করেন বলে অভিযোগ। এরপরেই স্কুলবাড়ির পাঁচতলার ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দেয় ছাত্রীটি। নীচে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বকাবকির জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই শিক্ষককে। তবে ঘটনাটি আত্মহত্যার কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
|
অমানবিক হাসপাতাল, বলি শিশু |
মাত্র ২০০ টাকা দিতে না পারায় জলন্ধরের একটি সরকারী হাসপাতালে মৃত্যু হল সদ্যোজাতের। গত ২০ জুলাই জন্ম হয় ওই শিশুর। অসুস্থতার জন্য জন্মের পর তাকে রাখা হয় ইনকিউবেটরে। এই ইনকিউবেটার চালানোর বৈদ্যুতিক খরচ বাবদ ২০০ টাকা দাবি করে শিশুটির বাবার ওপর চাপ দিতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। এই টাকা দিতে না পারায় অমানবিকভাবে সদ্যোজাতকে ইনকিউবেটর থেকে বার করে দিলে মৃত্যু হয় তার। তবে পুরো ঘটনাটিকেই অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
|
পুকুরে তলিয়ে মৃত্যু ২ নাবালিকার, গ্রেফতার ১ |
আজ সকালে সার্ভে পার্কের পুকুরে তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকার। সাঁতার কাটতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুই কিশোরীর বাড়িই সার্ভে পার্ক থানা এলাকায়। সকালে সাঁতার কাটতে জলে নেমে তলিয়ে যেতে থাকে ওই দুই কিশোরী। সেই সময় ঘটনাস্থলে তাদের ক্যারাটে প্রশিক্ষক উপস্থিত থাকলেও তিনি ওই দুই নাবালিকাকে বাঁচাবার চেষ্টা করেননি বলে জানা গিয়েছে। ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে পুলিশে খবর দেন তারা। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত ওই প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
|