নির্যাতনের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
এক বধূকে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ উঠেছে বধূর শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। সোমবার শামুকতলার তিলের ডাঙ্গা পালপাড়া বাজারে ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “শামুকতলা থানার পুলিশকে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্যাতিতা বধূর নাম গোলাপী দাস।” গোলাপি দেবীর অভিযোগ, স্বামী ভবেন্দ্রনাথবাবু সহ শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে সহ্য করতে না পেরে চার বছর আগে তিনি এক মেয়েকে নিয়ে ভাটিবাড়ির বোড়াগাড়ি গ্রামে বাপের বাড়ি চলে যান। তিনি স্বামী সব শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন। স্বামীর বাড়ি থেকে চলে আসায় দিনমজুরি করে সংসার চালাতে হয় তাঁকে। এ দিন চাল কেনার টাকা না-থাকায় ওই বধূ স্বামীর বাড়িতে গিয়ে টাকা চান। বধূর অভিযোগ, “ওই সময়ে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে এনে দড়ি দিয়ে হাত পা বেঁধে মারধর শুরু হয়। পুলিশকে জানানোর কথা বললে বাঁধন খুলে দিয়ে পালিয়ে যায়।” গোলাপী প্রথমে ভবেন্দ্রনাথবাবুর উপরে হামলা করেন বলে পাল্টা অভিযোগ উঠেছে। ভবেন্দ্রনাথবাবুর পরিবারের দাবি, “গোলাপী টাকা আদায়ের জন্য অভিযোগ করেছে।”
|
মোটরসাইকেল চোর গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
চোরাই মোটর সাইকেল সমেত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে এনজেপি ফাঁড়ির বারিভাসা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মুকেশ পাশোয়ান। তার বাড়ি ওই এলাকায়। গত শনিবার ভক্তিনগর থানার সমরনগর এলাকা থেকে বাইকটি চুরি যায়। তদন্তে নেমে এনজেপি ফাঁড়ির পুলিশ কর্মীরা রবিবার রাতে অভিযান চালিয়ে মুকেশকে বাইক সমেত গ্রেফতার করে। এ দিন ধৃতকে আদালতে তোলা হয়। বিচারকের কাছে আর্জি জানিয়ে মুকেশকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ওই চক্রে আরও কয়েক জন জড়িত রয়েছে।
|
অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালাল এনজেপি ফাঁড়ির পুলিশ কর্মীরা। সোমবার সকাল থেকে এনজেপি স্টেশন লাগোয়া কাঁচাগলি, আইওসি গেট এলাকায় অভিযান শুরু করে পুলিশ। মহিলা এবং পুরষ পুলিশ কর্মীরা একযোগে বেআইনি মদের ঠেক ভাঙা শুরু করেন। ১০ জনকে গ্রেফতারের পাশাপাশি ৩০০ লিটার মদ নষ্ট করে দেওয়া হয়েছে।
|
বাসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাগডোগরা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম সুমিত্রা সিংহ (৩৫)। তাঁর বাড়ি স্থানীয় বাতলাবাড়ি এলাকায়। বাসটি শিলিগুড়ির দিকে আসছিল। বেহাল রাস্তায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরে মহিলাকে বাসটি ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকার বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
গুলি করে এক ব্যক্তিকে জখম করে তাঁর মোটর বাইক, টাকা, মোবাইল নিয়ে পালাল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থানার দেহাবন্ধ এলাকায় ঘটনাটি ঘটেছে। মহকুমা পুলিশ আধিকারিক নারায়ণ মজুমদার বলেন, “জখম ব্যক্তির নাম প্রমথ সরকার। তাঁকে মালদহ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, বছর চল্লিশের ওই ব্যক্তির বাড়ি মালদহের বৈষ্ণবনগর এলাকায়। |