শহরের সাফাইয়ে টেন্ডার পুরসভার |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শহরের সাফাই পরিষেবার মান নিয়ে অভিযোগ ওঠে মাঝে মধ্যেই। পরিষেবার মান উন্নত করতে এ বার তাই চুক্তিতে কোনও সংস্থা বা ব্যক্তিকে বিভিন্ন ওয়ার্ডগুলি থেকে আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে ফেলার ভার দিতে চলেছেন শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। আজ, মঙ্গলবার থেকেই ওই কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে জানিয়েছেন সাফাই বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত। তিনি বলেন, “পরিষেবার মান উন্নয়নের জন্যই ওই সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ট্রাকগুলি যে ভাড়ায় কাজ করে তা দ্বিগুণ ভাড়া বৃদ্ধির দাবি তুলছেন মালিকপক্ষ। তাতে যে খরচ হবে নতুন পদ্ধতিতে কাজ হলে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।” কী ভাবে চলবে নতুন পদ্ধতিতে কাজ? দুলালবাবু জানান, ওয়ার্ড থেকে আবর্জনা সরাতে চুক্তিতে কাজের ভার দিলে ঠিকাদার গাড়ি, কাজের লোকের ব্যবস্থা সমস্তই করবে। যে টাকা তারা নেবেন তার বিনিময়ে ওয়ার্ডের সমস্ত আবর্জনা ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এটাই তাদের সঙ্গে চুক্তি থাকবে। আবর্জনা ঠিক মতো ফেলা না হলে দায়িত্বে থাকা সংস্থা বা ব্যক্তির কাছ থেকে নির্দিষ্ট হারে টাকা কেটেও নেওয়া হবে। সে কারণে তারা সঠিক ভাবে কাজ করতে তৎপর হবেন বলে আশাবাদী দুলালবাবু।
|
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল |
পদযাত্রা, বৃক্ষরোপোণ এবং বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ক অলোচনাসভার মাধ্যমে গত শুক্রবার অরণ্য-সপ্তাহ পালিত হল খয়রাশোলের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে। ওই দিন দুপুরে প্রথমেই একটি বিশাল পদযাত্রায় যোগ দেন ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকেরাও। পদযাত্রাটি বিদ্যালয় থকে বেরিয়ে খয়রাশোলের বনবিভাগের অফিসে যায়। সেখানেই ছাত্র-ছাত্রীদের হতে গাছের চারা তুলে দেন বিট অফিসার মুকুল সৌমণ্ডল। পরে সেই চারা গাছ লাগানো হয় ওই স্কুলের চত্বরে এবং বিদ্যালয়ের খেলার মাঠে। এর পরে গাছ লাগানোর উপকারিতা বিষয়ক আলোচনাসভা হয় স্কুল চত্বরে। বিদ্যালয়ের টিচার ইনচার্জ তরুণকুমার দাস ও বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক শভেন্দুশেখর মুখোপাধ্যায় উভয়েই বলেন, “আমাদের স্কুলে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী রয়েছে। তারা প্রত্যকেই এই দিনটি দারুন উপভোগ করেছে।”
|
|
ময়না থেকে উদ্ধার হওয়া সারসের চিকিৎসা চলছে
পাঁশকুড়া বন দফতরে। —নিজস্ব চিত্র। |
|
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
‘সবুজায়ন দিবস ২০১২’ উপলক্ষে রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন-এ উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষপ্রদান কর্মসূচী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল, ক্যানিংয়ের মহকুমাশাসক শেখর সেন, গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডাইরেক্টর সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ গ্রাম। যথন তখন বাড়ির ছাদে উঠে এটা-সেটা নিয়ে চম্পট দিচ্ছে তারা। কখনও আবার চোখের সামনেই ঝুড়ি থেকে ফল-সব্জি নিয়ে দৌড়ে পালাচ্ছে। বড়ঞার শ্রীহট্ট গ্রামে আতঙ্ক ছড়িয়েছে হনুমানের দল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত এক সপ্তাহে এলাকায় হনুমানের আক্রমণে পাঁচ জন জখম হয়েছেন। তাদের মধ্যে অনিতা পাল নামে এক মহিলা ও পায়েল ঘোষ নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তারা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন। অনিতাদেবী বলেন, “বাড়ি থেকে জিনিসপত্র নিমেষের মধ্যে উধাও হয়ে যাচ্ছে। হনুমানের জ্বালায় টেঁকা দায় হয়ে উঠেছে।” বড়ঞার বিডিও সুব্রত মোহান্ত বলেন, “আমি বন দফতরকে জানিয়েছি। হনুমানটিকে ধরার চেষ্টা করা হচ্ছে।” কান্দির রেঞ্জ অফিসার দুই বনকর্মী এলাকায় গিয়েছেন।”
|
বয়েজ ক্লাবের বৃক্ষরোপণ হর্ষবর্ধনে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি ক্লাবের তরফে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হল সোমবার। দুর্গাপুরের হর্ষবর্ধন রোডের এই অনুষ্ঠানে হাজির ছিলেন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়। ক্লাব সভাপতি উত্তম ঘোষ জানান, ৭০টি চারা রোপন করা হয়েছে।
|
|
নাগপঞ্চমীতে দুধ-স্নান কেউটের। অমৃতসরে সোমবার। ছবি: এএফপি |
|