রাতে টহল দেওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল বলাগড় থানার এক হোমগার্ডের। ট্রাকটিকে থামাতে গিয়ে গুরুতর জখম হলেন এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বলাগড়ের নাটাগড়ে অসম লিঙ্ক রোডে। মৃত পুলিশকর্মীর নাম ভূতনাথ মুখোপাধ্যায় (৫৯)। তাঁর বাড়ি জিরাটে। পুলিশ জানায়, রবিবার রাতে বলাগড় থানার এএসআই নগেন মজুমদার, কনস্টেবল শশাঙ্কশেখর ঘোষ এবং ভূতনাথবাবু একটি গাড়িতে টহল দিচ্ছিলেন। রাত আড়াইটে নাগাদ তাঁরা নাটাগড় টোলট্যাক্সের কাছে দাঁড়ায়। ভূতনাথবাবু গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ে চুঁচুড়ার দিক থেকে কালনার দিকে যাওয়া একটি ট্রাক তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। ওই দৃশ্য দেখে শশাঙ্কবাবু ট্রাকটিকে থামাতে উদ্যত হন। ট্রাকটি তাঁকেও ধাক্কা মারে। তিনিও ছিটকে পড়েন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ভূতনাথবাবুর। শশাঙ্কবাবুকে ওই হাসপাতালে করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পরেই টহলদারি ভ্যান মারফত থানায় খবর পৌঁছে গিয়েছিল। সেই খবর পেয়ে পুলিশ গুপ্তিপাড়া বাজারের কাছে ট্রাকটিকে ধরে ফেলে। গ্রেফতার করা হয় চালককে। ডিএসপি (ডি অ্যান্ড টি) দেবশ্রী সান্যাল বলেন, “কর্মরত অবস্থায় ওই হোমগার্ডের মৃত্যু হয়েছে। আহত কনস্টেবল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।”
|
শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন মোটর বাইকে সওয়ার দুই পুণ্যার্থী। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারায় অহল্যাবাঈ রোডে। পুলিশ জানায়, আহতদের নাম গুণধর মণ্ডল এবং মুন্না শী। দু’জনেরই বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। তাঁদের কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ পিয়াসারা সিনেমাতলার কাছে পুরুলিয়া থেকে কলকাতাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। বাইকের সামনের চাকা বাসটির চাকায় গিয়ে আটকে যায়। বাস ফেলে চালক এবং কন্ডাক্টর পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা গুণধর এবং মুন্নাবাবুকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানো হয়।
|
দুর্গাপুজোর আগমনী বার্তা দিল ডোমজুড়ের মহিয়াড়ি তালপুকুরধার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। রবিবার প্রাকপুজো প্রস্তুতি হিসাবে কমিটি মণ্ডপের খুঁটিপুজো করল। দুর্গামন্দির প্রাঙ্গণে এ দিন মণ্ডপ তৈরির জন্য আনুষ্ঠানিক ভাবে খুঁটি পোতা হয়। তার আগে করা হয় পুজো। এই উপলক্ষে এ দিন বহু বিশিষ্ট মানুষ হাজির ছিলেন। উদ্যোক্তাদের দাবি, জেলা স্তরে এই ধরনের উদ্যোগ প্রথম।
|
স্কুলের মিড-ডে-মিলের কর্মী নিয়োগ নিয়ে সোমবার তৃণমূলের দু’টি গোষ্ঠীর মধ্যে গোলমাল হয় চণ্ডীতলার কুমিরমোড়া আরকেএএন উচ্চ বিদ্যালয়ে। তৃণমূল শিবিরের খবর, স্থানীয় একটি গ্রামের কয়েকজন মহিলা মিড-ডে-মিলের কর্মী হিসেবে সুযোগ না পাওয়া নিয়েই বচসা, ধাক্কাধাক্কি হয়। পুলিশ আসে।
|
ফের অস্ত্র উদ্ধার হল হাওড়ামুখী জামালপুর এক্সপ্রেস থেকে। এই নিয়ে গত সাত দিনে ১০টি আগ্নেয়াস্ত্র মিলল ওই ট্রেন থেকে। রেলপুলিশ জানায়, সোমবার জামালপুর এক্সপ্রেস হাওড়া পৌঁছলে ৫টি পিস্তল মেলে। ১০টি খালি কার্তুজ-সহ দুই ব্যক্তি গ্রেফতার হয়। ধৃত মহম্মদ আশরাফুল ইসলাম ও মহম্মদ শাহিদ হুসেন মুঙ্গেরের বাসিন্দা। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন গ্রেফতার হয়েছে। রেলপুলিশ সূত্রে খবর, মুঙ্গের থেকে পিস্তলগুলি বিহার হয়ে এ রাজ্যে ঢুকছে। সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত জামালপুর এক্সপ্রেস থেকেই মিলেছে ৫৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯৪ রাউন্ড কার্তুজ। হাওড়ার রেলপুলিশ সুপার মিলনকান্তি দাস বলেন, “প্রতিনিয়ত নজরদারি চালিয়ে অস্ত্র উদ্ধার হলেও বিষয়টি বন্ধ হচ্ছে না। আরপিএফকে সব জানানো হয়েছে।’’ আরপিএফ-এর এক মুখপাত্র বলেন, “মুঙ্গের দিয়ে আসা ট্রেনগুলিতে জোরদার নজরদারি চালানো হবে।” হাওড়ার ডিআরএম পার্থসারথি মণ্ডল বলেন, “আরপিএফ ও জিআরপি-র নজরদারিতে এত অস্ত্র মিলেছে। মাঝেমধ্যে ট্রেন থামিয়েও তল্লাশি চলে।” |