টুকরো খবর
মন্ত্রীর সই নেই, নিউ টাউনে কর নিয়ে বিল স্থগিত
খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আপত্তি তুলেছেন। তাই নিউ টাউন উন্নয়ন কর্তৃপক্ষকে কর আদায়ের ক্ষমতা দিতে নগরোন্নয়ন দফতরের প্রস্তাব নিয়ে মন্ত্রিসভায় আলোচনা ফের পিছিয়ে গেল। আগাম আলোচনা ছাড়া এই ধরনের গুরুত্বপূর্ণ প্রস্তাব যাতে মন্ত্রিসভার বৈঠকে পাঠানো না-হয়, সেই জন্য নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। আগেও এক বার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই নিয়ে আলোচনা স্থগিত রাখা হয়েছিল। এমনিতে কর আদায়ের ক্ষমতা রয়েছে পুরসভাগুলির। কোনও উন্নয়ন কর্তৃপক্ষ কর আদায় করতে পারেন না। ‘নিউ টাউন উন্নয়ন কর্তৃপক্ষ আইন’ সংশোধন করে তাঁদের সেই অধিকার দিতে একটি বিল এ দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল। নগরোন্নয়ন দফতর সূত্রে বলা হয়েছে, দফতরের মন্ত্রীর স্বাক্ষর ছাড়া কোনও প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে পেশ করা যায় না। কিন্তু সংশোধনী বিলটি মন্ত্রী ফিরহাদের সই ছাড়াই মন্ত্রিসভায় পাঠিয়েছিল নগরোন্নয়ন দফতর। পরে মন্ত্রীও ঘনিষ্ঠ মহলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

চার বছরের জন্য স্থায়ী উপাচার্য রবীন্দ্রভারতীতে
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন সব্যসাচী বসু রায়চৌধুরী। আগামী চার বছরের জন্য তিনি ওই দায়িত্ব পাচ্ছেন। সোমবার এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সব্যসাচীবাবু ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি। তিনি রবীন্দ্রভারতীরই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। রবীন্দ্রভারতীর উপাচার্য বাছাইয়ের জন্য তিন সদস্যের সার্চ কমিটি গড়েছিল রাজ্য সরকার। কমিটির রিপোর্ট সম্প্রতি আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণনের কাছে জমা পড়ে। ব্রাত্যবাবু বলেন, “আচার্যই সব্যসাচী বসু রায়চৌধুরীকে নিয়োগ করেছেন। চার বছরের জন্য স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেবেন তিনি।” রবীন্দ্রভারতীর অস্থায়ী উপাচার্য চিন্ময় গুহের কার্যকাল শেষ হয় ১৭ জুলাই। তার পরে তাঁর মেয়াদ ছ’মাস বাড়ানো হয়। যদিও তার আগেই নতুন উপাচার্য নিযুক্ত হলে চিন্ময়বাবুর মেয়াদ শেষ হয়ে যাবে বলে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকায় জানানো হয়েছিল। নতুন উপাচার্য যোগ দিলে চিন্ময়বাবু তাঁর আগের কাজের জায়গা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফিরে যাবেন।

দুর্ঘটনায় মৃত দুই
লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের। সোমবার, কলকাতা লেদার কমপ্লেক্স থানার বাসন্তী হাইওয়েতে। মৃতদের নাম আলাউদ্দিন মোল্লা (২৬) ও নাসিরুদ্দিন সাঁপুই (৩৫)। পুলিশ জানায়, মোটরবাইকে কলকাতায় আসছিলেন ওই দুই যুবক। লরিটির সঙ্গে সর্ংঘষে ঘটনাস্থলে মৃত্যু হয় আলাউদ্দিনের। নাসিরুদ্দিনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানায়, লরির চালক পলাতক। লরিটি আটক করা হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু
ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পুলিশকর্মীর স্ত্রী-র। সোমবার, টালিগঞ্জ পুলিশ হাউজিং এস্টেটে। মৃতার নাম দীপালি দত্ত (৪৯)। তাঁর স্বামী কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের এএসআই। ওই এএসআই থানায় জানান, তাঁর স্ত্রী মনোরোগে ভুগছিলেন। সোমবার ভোরে তিনি দেখেন, স্ত্রী বিছানায় নেই। তাঁদের মেয়ে পুলিশকে জানান, ছ’তলার ছাদে গিয়ে তিনি দেখেন, মা কার্নিশে দাঁড়িয়ে। মাকে ঝাঁপ দিতে বারণ করলেও তিনি ঝাঁপ দেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা।

মেট্রোয় নেটওয়ার্ক
এ বার থেকে মেট্রো-সফরে আগাগোড়াই মিলবে মোবাইল ‘নেটওয়ার্ক’। মেট্রোর প্ল্যাটফর্মগুলিতে ফোন চালু থাকলেও ট্রেন ছাড়লেই উধাও হয়ে যায় সিগন্যাল। মেট্রো সূত্রে জানানো হয়েছে, এর জন্য সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়তেন মেট্রোকর্মীরাও। সম্প্রতি ‘মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন সিস্টেম’ নামে এক ব্যবস্থায় মেট্রোর সুড়ঙ্গে নয়া প্রযুক্তির কিছু যন্ত্র বসানো হয়েছে। যার মাধ্যমেই সুড়ঙ্গের ভিতরে ধরে রাখা যাবে মোবাইল সংযোগ। পরীক্ষামূলক ভাবে ওই ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে। আপাতত শুধুমাত্র মেট্রোকর্মীরাই ওই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে এর সুবিধা পাবেন যাত্রীরাও।

ছিনতাইকারী ধৃত
গ্রিন পুলিশের সাহায্যে ধরা পড়ল এক ছিনতাইবাজ। সোমবার, লেকটাউন মোড়ে। পুলিশ জানায়, সীমা সমাজপতি নামে এক মহিলা বাসে উল্টোডাঙা যাচ্ছিলেন। লেকটাউনের কাছে এক ছিনতাইবাজ হঠাৎ তাঁর হার ছিনিয়ে বাস থেকে নেমে অন্য বাসে উঠে পড়ে। লেকটাউন মোড়ে কর্তব্যরত তন্ময় মণ্ডল নামে এক গ্রিন পুলিশ বাসে উঠে ছিনতাইবাজকে ধরেন। ধৃতের নাম সমীর দাস।

মাদক-চক্রে গ্রেফতার
মাদক-চক্রে জড়িত অভিযোগে গ্রেফতার হল আরও এক ব্যক্তি । পুলিশ জানায়, রবিবার রাতে নেলসন ভিনসেন নামে ওই ব্যক্তিকে পাটুলির বিদ্যাসাগর কলোনি থেকে গ্রেফতার করে কলকাতা গোয়েন্দা পুলিশের নার্কোটিক্স শাখা। তার থেকে ২০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত হয়েছে। এই নিয়ে মাদকচক্রের মোট ৯ জন গ্রেফতার হল। ১২ জুলাই লর্ড সিন্হা রোড থেকে রাজীব মোহতা নামে এক বেসরকারি বিমা সংস্থার মালিককে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, রাজীবকে জেরা করেই নেলসনের কথা জানা যায়।

গুলি ছিটকে চাঞ্চল্য
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রক্ষীর বন্দুক থেকে গুলি ছিটকে বেরোনোয় চাঞ্চল্য ছড়াল। সোমবার, বৌবাজার থানার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ে। ওই রক্ষীর নাম তরুণ দাস। তিনি একটি নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করেন। পুলিশ জানায়, তরুণবাবু নিজের ১২ বোর-এর ডবল ব্যারেল বন্দুকে গুলি ভরার সময়ে দু’টি গুলি ছিটকে বেরিয়ে যায়। তরুণবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় যাওয়া হয়েছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.