টুকরো খবর
ক্রসিংয়ে গেট খোলা থাকায় তুলকালাম
টানা তিন শিফ্টে কাজ করার পরেও বদলি কর্মী আসেননি। তাই লেভেল ক্রসিংয়ের গেট খুলেই চলে গিয়েছিলেন গেটম্যান। আর তাতেই হুলস্থুল বেধে গেল শিয়ালদহ-বনগাঁ লাইনের দুর্গানগর স্টেশনের লেভেল ক্রসিংয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি ডাউন ট্রেন ছুটতে ছুটতে ওই লেভেল ক্রসিংয়ের একটু আগে দাঁড়িয়ে পড়ে। বেশ কিছু ক্ষণ দাঁড়ানোর পরে যাত্রীরা হইচই শুরু করেন। পরে জানা যায়, সামনে লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় এক মোটরসাইকেল আরোহী লাইন পেরোতে যাচ্ছিলেন। দুর্ঘটনা ঘটতে যাচ্ছে ভেবে রে রে করে ছুটে আসেন আশপাশের লোকজন। ট্রেনচালককে হেনস্থারও চেষ্টা হয়। শেষে চালকই জনতাকে বুঝিয়েসুজিয়ে ট্রেন চালিয়ে নিয়ে যান। রেল সূত্রের খবর, ওই গেটম্যানের টানা ২৪ ঘণ্টা ডিউটি হয়ে যাওয়ায় তিনি গেট খুলে রেখেই চলে যান। রেলের নিয়ম, গেট খোলা থাকলে সিগন্যাল লাল থাকবে। লাল সিগন্যাল দেখেই লোকালের চালক ট্রেন থামিয়েছিলেন। কিন্তু কিছু ক্ষণ দাঁড়ানোর পরে তিনি বুঝতে পারেন, গেটম্যান নেই। তাই রেলের নিয়ম অনুযায়ী হর্ন বাজিয়ে ধীর গতিতে (ঘণ্টায় পাঁচ কিলোমিটার) সবে ট্রেনটি ছাড়তে গিয়েছিলেন। তখনই মোটরসাইকেল আরোহী লেভেল ক্রসিং পেরোতে গেলে বিপত্তি বাধে। পূর্ব রেল বলছে, চালক বা গেটম্যান, কেউই কোনও নিয়ম ভাঙেননি। দু’জনেই নিয়মেই কাজ করেছেন। তবে বদলি কর্মী ঠিক সময়ে কেন আসেননি, তা নিয়ে তদন্ত হবে।

ক্রেতা টানতে ইন্টেলের নতুন প্রযুক্তি
প্রথমে ল্যাপটপ ও নেটবুক। পরে স্মার্ট ফোন ও ট্যাবলেট-এর রমরমায় নতুন করে বাজার হারাতে শুরু করেছে পার্সোনাল কম্পিউটার বা পি সি। তাই ক্রেতাদের মন জোগাতে ‘অল ইন ওয়ান’ প্রযুক্তির দিকে নজর দিচ্ছে চিপ নির্মাতা সংস্থা ইন্টেল। পি সি-র পড়তি বাজারে নয়া ব্যবসার জন্য মরিয়া ইন্টেল-এর দাবি, ‘অল ইন ওয়ান’ প্রযুক্তি ইতিমধ্যেই ভারতীয় ক্রেতাদের মন জয় করতে শুরু করেছে। সংস্থার দক্ষিণ এশিয়া-র বিপণন কর্তা রাজীব ভাল্লা জানান, এই প্রযুক্তির হাত ধরেই দ্রুত ব্যবসা বৃদ্ধির দিকে তাকিয়ে রয়েছে ইন্টেল। তাঁর দাবি গত ১৫ মাসে ৩ লক্ষ ২৫ হাজার ‘অল ইন ওয়ান’ কম্পিউটার ভারতের বাজারে বিক্রি হয়েছে। প্রতিযোগিতার বাজারে একই যন্ত্রে কম্পিউটার, টেলিভিশন এবং আরও বিনোদনের ব্যবস্থার জনপ্রিয়তাকেই বাজি রাখছে ইন্টেল।

পেট্রোলের দাম বাড়ল ৮৭ পয়সা
সামান্য হলেও বাড়ল পেট্রোলের দাম। বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও টাকার দাম পড়ার কারণে সোমবার দেশেও পেট্রোলের দাম লিটারে ৭০ থেকে ৮৯ পয়সা বাড়াল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, কলকাতায় দাম লিটার পিছু ৮৭ পয়সা বেড়ে হল ৭৩.৬১ টাকা। মধ্যরাত্রি থেকেই এই দর কার্যকর হয়েছে। দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল। দলীয় সূত্রে খবর, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট। তৃণমূলের মতে, এ ধরনের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের সুনির্দিষ্ট নীতি নেই। কোনও স্তরে আলোচনাও নেই। অথচ এতে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। চাপ পড়ে সাধারণ মানুষের উপরেও। তাই বিশ্ব বাজারে তেলের দামের সঙ্গে দেশে পেট্রোলের এই মূল্যবৃদ্ধি সঙ্গতিপূর্ণ কি না, এই নিয়ে সরকারের নীতি কী এই সব বিষয় নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক হওয়া উচিত বলে মনে করে তৃণমূল। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাও চায় তারা। একই কারণে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাও এ দিনের বৃদ্ধি প্রত্যাহারের দাবি তুলেছেন।

আমানতে সুদ
আমানতে সুদ কমাল এলাহাবাদ ব্যাঙ্ক। ১-২ বছর মেয়াদের ৫ কোটি টাকার কম আমানতে নয়া হার ৯.২৫%। ছিল ৯.৫০%। অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট পাবেন প্রবীণ নাগরিকেরা। আজ থেকে নয়া হার চালু হচ্ছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.