কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুই পুলিশ আধিকারিক। রবিবার রাতেই কমিশনারেটের তরফে নির্দেশিকা জারি করে আসানসোল দক্ষিণ পুলিশ পোস্টের ওসি সুদীপ্ত প্রামানিক ও সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির ওসি গৌতম তালুকদারকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন। সোমবার সকালে এঁদের জায়গায় দায়িত্ব নিয়েছেন দুই নতুন পুলিশকর্মীও। কমিশনারেটের এডিসিপি (সেন্ট্রাল) সুরেশ কুমার জানান, কমিশনারের নির্দেশিকা জারি হওয়ার পরেই অভিযুক্ত সুদীপ্তবাবুকে দক্ষিণ পুলিশ পোস্টের দায়িত্ব থেকে সরিয়ে তাঁর জায়গায় সৌমেন বন্দ্যোপাধ্যায়কে বসানো হয়েছে। এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, নির্দেশিকা পেয়েই গৌতমবাবুর জায়গায় সালানপুর থানার পুলিশ অফিসার শৈলেন মান্নাকে বসানো হয়েছে। তবে এই দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে কি ধরনের গাফিলতির অভিযোগ আনা হয়েছে তা পুলিশ কর্তারা তা পরিষ্কার ভাবে জানাননি। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
|
তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল সংগঠনেরই কলেজ শাখা কমিটি। সোমবার আসানসোল বিবি কলেজে ঘটনাটি ঘটে। বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা তথা ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক সৌগত অধিকারি অভিযোগ করেন, ছাত্র সংসদের বর্তমান সম্পাদক সৌমেন্দ্র চক্রবর্তী কলেজের শিক্ষাবর্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরেও সংসদের বিভিন্ন কাজকর্মে নিয়ম বহির্ভূতভাবে দখলদারি করছেন। এতে ছাত্র সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। পাশাপাশি কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও ছাত্রছাত্রীদের ন্যূনতম সুযোগ সুবিধার দাবিও জানিয়েছেন তাঁরা। এ নিয়ে অধ্যক্ষকে একটি স্মারকলিপিও দেন তাঁরা। কলেজের অধ্যক্ষ অমলেশ চট্টোপাধ্যায় বলেন, দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
|
পণ্যসামগ্রী যথাস্থানে না পৌঁছে মাঝপথে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক লরি চালককে গ্রেফতার করে আদালতে তুলল পুলিশ। রবিবার ডানকুনি থেকে ভ্রমরলাল বিশনুই নামে ওই লরি চালককে ধরা হয়। সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানিগঞ্জের এক ব্যবসায়ী বিজয় সিংহ পুলিশের কাছে অভিযোগে জানান যে তিনি ২ জুন কয়েক হাজার খালি বস্তা একটি ট্রান্সপোর্টের মাধ্যমে রাজস্থানের যোধপুরে পাঠান। কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরোনোর পরেও তা পৌঁছয়নি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই লরি চালকের হদিশ পায় পুলিশ। পুলিশের দাবি, জেরায় ধৃত লরিচালক স্বীকার করেছেন যে তিনি বস্তাগুলি রাজস্থানের পরিবর্তে কলকাতায় নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার জনকে খুঁজছে পুলিশ।
|
বধূ নির্যাতনের অভিযোগে অমিত কুমার সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার আসানসোলের চিত্তরঞ্জনের ঘটনা। ধৃতের স্ত্রী শম্পা সরকার স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি জানান, ২০০৮ সালে বিয়ের পর থেকেই অমিতবাবু নিয়মিত তাঁর উপরে অত্যাচার চালাতেন। এরপরেই অমিতবাবুকে গ্রেফতার করে পুলিশ। |