কেন্দ্রের প্রস্তাবিত রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার জন্য জমি অধিগ্রহণের দাবিতে টানা আন্দোলনের কথা ঘোষণা করল কংগ্রেস। শনিবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে ‘শহিদ দিবস’-এর অনুষ্ঠানে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “২০০৯-এ কেন্দ্র রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার কথা ঘোষণা করে। এরপরে কেন্দ্রের প্রতিনিধি দল রায়গঞ্জের পানিশালায় জেলা প্রশাসনের চিহ্নিত জমি পরিদর্শন করে সবুজ সঙ্কেত দেয়। অথচ তৎকালীন বাম সরকার জমি অধিগ্রহণ করেনি।”
তাঁর অভিযোগ, “রাজ্যে ক্ষমতা বদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসপাতাল তৈরির জন্য জমি অধিগ্রহণ করছেন না। আমরা দলের তরফে প্রধানমন্ত্রীর কাছে জমি অধিগ্রহণের দাবি জানানো হয়েছে। তৃণমূলের বিরোধিতায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া আটকে যাওয়ায় হাসপাতাল তৈরির কাজ শুরু হয়নি।” তাঁর কথায়, “হাসপাতালটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সে জন্য উত্তরবঙ্গবাসীর উন্নত চিকিৎসা পরিষেবার স্বার্থে অবিলম্বে জমি অধিগ্রহণের দাবিতে খুব শীঘ্রই জেলা জুড়ে টানা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এ দিন মোহিতবাবু পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে জোট না করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে কর্মী সমর্থকদের প্রচারে নামার আর্জি জানান। এদিকে, জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য বলেন, “আমরাও চাই রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হোক। তবে মুখ্যমন্ত্রী জোর করে জমি অধিগ্রহণ করার বিরোধী। জমি অধিগ্রহণ করার ব্যাপারে রাজ্য সরকার অত্যন্ত সতর্ক ও ধীরে চলো নীতি নিয়েছে। চাষিরা স্বেচ্ছায় জমি দেওয়ার কথা ঘোষণা করলে রাজ্য সরকার তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই জমি অধিগ্রহণ করতে চায়।” রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন ইনিস্টিটিউট মঞ্চে শহিদ দিবসের অনুষ্ঠান পালিত হয়। |