রোবটিক সার্জারি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
‘রোবটিক সার্জারি’ বিষয়ে জানাতে উদ্যোগী হল কলকাতার অ্যাপলো গ্লেনিগল্স হাসপাতাল। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে হাসপাতালের চিকিৎসক বিনয় মহেন্দ্র জানান, এই পদ্ধতিতে রোবট বা বিশেষ যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার হয়। কম্পিউটার দেখে তা নিয়ন্ত্রণ করেন চিকিৎসক। |
গুটখা নিষিদ্ধ
সংবাদসংস্থা • জয়পুর |
মহারাষ্ট্র, কেরল বা মধ্যপ্রদেশের মতো ‘গুঠখা’ নিষিদ্ধ হতে চলেছে রাজস্থানেও। ‘গুটখা’ কিনে খাওয়াই শুধু নয়, বিক্রি অথবা গুদামে জমা করে রাখাও চলবে না ওই রাজ্যে। সম্প্রতি এমন নির্দেশ জারি করার কথা বলেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। |