টুকরো খবর
দুই ঠিকা-শ্রমিকের মৃত্যু, ক্ষোভ কারখানায়
বয়লারে কাজ করতে গিয়ে ছাইয়ের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল দুই ঠিকা-শ্রমিকের। শনিবার দুপুরে হলদিয়ায় একটি ভোজ্যতেলের কারখানায় এই দুর্ঘটনার পরে নিরাপত্তা নিয়ে শ্রমিক-অসন্তোষে উৎপাদন বন্ধ হয়ে যায়। ‘রুচি সোয়া ওয়েল’ নামে ওই কারখানা সূত্রে জানা গিয়েছে, বয়লারে কাজ করছিলেন তমলুকের প্রবীর জানা (২৮) ও হলদিয়ারই সুতাহাটা-বাসুলিয়ার বাসিন্দা শেখ ইসমাইল (২২)। বয়লার থেকে ছাই বেরোতে সমস্যা দেখে তা ঠিক করতে ওঠেন এই দুই ঠিকা-শ্রমিক। প্রায় ২৫ ফুট উচ্চতার লোহার ট্যাঙ্কের পাটাতন ভেঙে তপ্ত ছাইয়ের উপরে পড়ে যান প্রবীর ও ইসমাইল। সঙ্গে সঙ্গেই তাঁদের মৃত্যু হয়। এর পরেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ দিন কোনও রকম রক্ষণাবেক্ষণ না-হওয়াতেই লোহায় জঙ ধরে ভেঙেছে ট্যাঙ্কের পাটাতন। তৃণমূলের ঠিকা-শ্রমিক সংগঠনের সম্পাদক আসমত আলিরও বক্তব্য, “নিরাপত্তায় জোর দেওয়ার দাবি জানিয়েছি। মৃতদের পরিবারের এক জনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণের দাবিও করেছি।” কারখানা-কর্তৃপক্ষের তরফে ম্যানেজার (এইচআর) দীনেশ ব্যাসের দাবি, “নিরপত্তায় কোনও খামতি নেই।” তবে, মৃতদের পরিজনেদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

জেল হাজতে সিপিএম নেতা
এক যুগ আগে, ২০০০-এর ৪ নভেম্বর পিংলার মালিগ্রাম থেকে ‘নিখোঁজ’ হয়েছিলেন মনোরঞ্জন গুছাইত নামে এক তৃণমূল-কর্মী। সিপিএমের লোকজনই তাঁকে খুন করে দেহ লোপাট করেছিল বলে গত বছর পালাবদলের পর নতুন করে অভিযোগ দায়ের হয় থানায়। ৪২ জন সিপিএম নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। ওই মামলার সূত্রে শুক্রবার পিংলার রাজবল্লভ গ্রাম থেকে সিপিএমের জোনাল কমিটির সদস্য কালীপদ মান্নাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করা হলে সরকার পক্ষের আবেদনের ভিত্তিতে ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক। পশ্চিম মেদিনীপুর জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, শাসকদল প্রতিহিংসা থেকেই মিথ্যা মামলায় বাম নেতা-কর্মীদের হয়রান করছে। ক’দিন আগে পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীকণ্ঠা পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিন্ট্যান্ট দিলীপ বর্মনকে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন সিপিএম উপপ্রধান মদন ভৌমিক। তমলুক আদালত শনিবার তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে।

দুর্ঘটনায় মন্ত্রীর পাইলট-গাড়ি
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীকে কলকাতায় পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ল তাঁর পাইলট-গাড়ি। শনিবার বেলা ১২টা নাগাদ কোলাঘাটের হলদিয়া মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, পাইলট-গাড়িটি নিয়মবিরুদ্ধ ভাবে লেন ভেঙে ডান দিকে ঘুরে হলদিয়াগামী সব্জি-বোঝাই একটি গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে। সব্জি-গাড়ির আরোহী এক মহিলা-সহ তিন জনের সঙ্গেই জখম হয়েছেন মন্ত্রীর পাইলট-গাড়ির চালকও। যিনি জেলা পুলিশেরই এক কর্মী। অন্যদের স্থানীয় নার্সিংহোমে চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও গুরুতর ভাবে জখম পাইলট-গাড়ির চালককে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বৌদি-দেওরের দেহ উদ্ধার
হোটেলের ঘরে মিলল বৌদি ও দেওরের দেহ। শনিবার সকালে নিউ দিঘা থেকে মেলা দেহ দু’টি রিমাশ্রী পাত্র (২৩) ও সুজিত পাত্রের (২২) বলে পুলিশ জানায়। রিমাশ্রীর দেহ সিলিং পাখা থেকে ঝুলছিল। আর হাতের শিরা কাটা অবস্থায় সুজিতের দেহ পড়েছিল খাটে। পুলিশের দাবি, হোটেলের ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। তাতে ওই দু’জনের ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের কথা উল্লেখ করে ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা হয়েছে। হোটেল কর্তৃপক্ষ দিঘা থানায় খবর দিলে পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে। রিমাশ্রী-সুজিতের বাড়ি হাওড়ার বড়গেছিয়া-কাশীপুরে। গত বছরই রিমাশ্রীর বিয়ে হয়েছিল। শুক্রবার বিকেলে ওই দু’জন দিঘায় আসেন বলে জানা গিয়েছে।

গাছ থেকে পড়ে মৃত
গাছ থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম কাশীনাথ মণ্ডল (৫৩)। বাড়ি দাসপুর থানার হাজরাবেড় গ্রামে। পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। পুলিশ জানিয়েছে, শুক্রবার কাশীনাথবাবু কাঁঠাল পাড়ার জন্য গাছে উঠেছিলেন। আচমকাই পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অস্ত্র-সহ ধৃত ৫
৯ এম-এম পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজ-সহ ধরা পড়ল ৫ দুষ্কৃতী। শনিবার দুপুরে হলদিয়া টাউনশিপ থানার পুলিশ হলদিয়া-ভবন সংলগ্ন নদীপাড় থেকে তাদের ধরে। পুলিশ জানায়, এ দিন কাঁথির খেজুরি সংলগ্ন এলাকার তপন রানা, দেবরাজ পাত্র, সমীরণ দাস, রাজু দাস, তপন মাইতি আগ্নেয়াস্ত্র হাতবদল সেখানে।

দুর্ঘটনায় মৃত্যু
শনিবার সকালে কাকার গাড়ির ধাক্কায় মৃত্যু হল ভাইপোর। দুর্ঘটনাটি ঘটেছে পাঁশকুড়ার জিয়াখালি গ্রামে। মৃতের নাম কার্তিক ঘোড়ই (২২)।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.