মশাল বিতর্কে দুই কিংবদন্তি
নিজস্ব প্রতিবেদন |
অলিম্পিক শুরুর ছ’দিন আগে সরগরম ইংল্যান্ড। কে জ্বালাবেন অলিম্পিক মশাল এই নিয়ে ধুন্ধুমার বাকযুদ্ধ বেঁধে গিয়েছে দুই ব্রিটিশ প্রবাদপ্রতিম অলিম্পিয়ানের মধ্যে। ডালে থমসন এবং স্যর স্টিভ রেডগ্রেভ, দু’জনেই দাবি করছেন তিনিই যোগ্যতম। শুক্রবার অলিম্পিকের উদ্বোধন। কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি কার হাত দিয়ে জ্বালানো হবে অলিম্পিকের মশাল। টানা পাঁচবার অলিম্পিক রোয়িংয়ে সোনা জেতা রেডগ্রেভ বলেছেন, “আমার ব্যক্তিগত মত, ব্রিটেনের প্রথম পাঁচ অ্যাথলিটের মধ্যে থমসন আসবে না।
|
আমি সেবাস্তিয়ান কো-কে থমসনের উপরে রাখব।” ডেকাথলনে অলিম্পিক সোনাজয়ী থমসন পালটা বলেছেন, “স্টিভ রেডগ্রেভ কী করেছে? ও এক জন রোয়ার। অলিম্পিকের সব চেয়ে কঠিন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পদকের মূল্যই হল আলাদা। আমার পর সেরা অলিম্পিয়ান কো।” কিন্তু কে অলিম্পিক মশাল জ্বালাবেন? রেডগ্রেভ? থমসনের সপাট জবাব, “মনে হয় না। কে কী ভাবে ব্যাপারটা দেখছে, তার উপরই সব নির্ভর করবে।”
|
অলিম্পিকের নীল টার্ফ নিয়ে ক্ষুব্ধ নবস
সংবাদসংস্থা • লন্ডন |
নীল টার্ফ! খেলোয়াড়মাত্রেই কি অপছন্দের রং? ফরাসি ওপেনের আগেই মাদ্রিদে নীল রঙের ক্লে কোর্ট ক্ষুব্ধ করেছিল নাদাল-জকোভিচকে। এ বার ভারতীয় হকি দলের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস পর্যন্ত প্রশ্ন তুলেছেন যে, অলিম্পিকে হকি হঠাৎ নীল অ্যাস্ট্রোটার্ফে কেন? অভিযোগ, নতুন সারফেস তুলনায় মন্থর। বাউন্সও অসমান। “স্পেনে এই টার্ফে খেললাম। কোনও দলই স্বচ্ছন্দ নয়। পেনাল্টি কর্নার নিতেও অসুবিধে হচ্ছে। ওখানে ৩৩টা পেনাল্টি কর্নার থেকে মাত্র তিনটে গোল করেছি।” |
একই সংস্থার তৈরি হলেও এই টার্ফের প্রকৃতি নাকি বিভিন্ন। স্পেনে এর বাউন্স যে রকম, লন্ডনে নীল টার্ফেও ঠিক সে রকম হবে তার নিশ্চয়তা নেই। বিরক্ত নবস বলছেন, “আমার ধারণা নেই কেন এই টার্ফে খেলা। মনে হয়, নীল রংটা অলিম্পিক বলয়ের একটা রং বলেই। এ ছাড়া তো কারণ দেখছি না।” নবসের সঙ্গে একমত অস্ট্রেলিয়া দলের বিখ্যাত কোচ রিক চার্লসওয়ার্থ। অ্যাস্ট্রোটার্ফের রং পালটানোর বিরোধী তিনিও। ভারতীয় কোচ আবার টার্ফের রঙের পাশাপাশি তাঁর দলের গোলের সুযোগ নষ্ট নিয়েও দুশ্চিন্তায়। নবস বলেছেন, “পরপর দুটো সিরিজে সব প্লেয়ারকে খেলিয়েছি। সবাইকে দেখে নিতে। ছেলেরা ফিটনেসের দিক থেকে অনেক ভাল জায়গায়। কিন্তু গোলের সুযোগ বেশি কাজে লাগাতে পারছে না। সেটা পারলে ম্যাচের ফল পালটে যেত। আক্রমণ করছি বেশি। কিন্তু ফিনিশিং ঠিকঠাক হচ্ছে না।” |