|
|
|
|
|
‘সেরা’ স্থপতির নকশায়
প্রেসিডেন্সির নতুন বাড়ি
স্বপন সরকার • পটনা |
|
প্রতিযোগিতায় অন্য সব স্থপতিকে হারিয়ে যিনি সেরার শিরোপা পাবেন, তাঁর নকশাতেই তৈরি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন। কোনও বিশ্ববিদ্যালয় ভবনের নকশা বাছাইয়ের জন্য এমন প্রতিযোগিতা রাজ্যে কার্যত নজিরবিহীন। প্রেসিডেন্সির কাউন্সিল সদস্য তথা মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু জানিয়েছেন, প্রতিযোগিতার মাধ্যমে স্থপতিদের নকশা বেছে নিয়ে রাজারহাটের ১০ একর জমিতে বিশ্ববিদ্যালয় ভবন তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। আগামী ২৯ জুলাই প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের বৈঠক হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সুগতবাবু।
প্রেসিডেন্সির জন্য প্রতিযোগিতা মারফত স্থপতি বাছাইয়ের এই ভাবনা এসেছে নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরির পরিকল্পনা থেকে। সুগতবাবু নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতিরও সদস্য। পটনায় দু’দিন আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির বৈঠকে ভবন তৈরির ব্যাপারে স্থপতিদের মধ্যে প্রতিযোগিতার সিদ্ধান্ত হয়েছে। সেরা স্থপতি বাছাইয়ের জন্য ‘জুরি’ বা বিচারকমণ্ডলী নিয়োগ করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্থপতিদের মধ্যে শ্রেষ্ঠদের বাছাই করে বিচারকেরা পরিচালন সমিতির কাছে পাঠিয়ে দেবেন। এর পর পরিচালন সমিতি সেই সব নামের থেকে এক জনকে বেছে নেবে। সুগতবাবু বলেন, “এই ধারণাটি খুব ভাল এবং বিজ্ঞানভিত্তিক। আমরা চাইছি প্রেসিডেন্সির নতুন ভবন তৈরির জন্য একই ধাঁচে স্থপতিদের মধ্যে নকশার প্রতিযোগিতা হোক। তবে এই নিয়ে সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হবে।”
প্রেসিডেন্সির নতুন ভবন নির্মাণের জন্য রাজারহাটে ১০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। ওই ভবনের নকশার উপরে তাঁরা বিশেষ গুরুত্ব দিচ্ছেন এবং একটি উঁচু ভবন তৈরির পরিকল্পনাও তাঁদের আছে বলে জানান সুগতবাবু। তিনি বলেন, “উচ্চতায় না বাড়ালে আমরা জায়গার সঙ্কুলান করতে পারব না।” একই সঙ্গে পুরনো এবং নতুন ভবনের মধ্যে যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, “ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থাও খুব ভাল হবে।”
২৯ জুলাইয়ের বৈঠকে নতুন ভবন নির্মাণের পাশাপাশি সেখানে কী ধরনের পঠনপাঠন হবে, তা নিয়েও আলোচনা হওয়ার কথা। চেয়ারম্যান জানান, বর্তমান ক্যাম্পাসটি স্নাতক স্তরের পঠনপাঠনের জন্য ব্যবহার করা হবে।
নতুন ভবনে স্নাতকোত্তর পর্যায়ে পঠনপাঠনের কথা ভাবা হচ্ছে। সুগতবাবু বলেন, “নতুন ভবনে উন্নত মানের গবেষণাগার তৈরি করা হবে। শিক্ষক এবং পড়ুয়া সকলেই তাতে উপকৃত হবেন।”
অগস্টের প্রথম সপ্তাহে মেন্টর গ্রুপ প্রেসিডেন্সি নিয়ে তাদের তৃতীয় রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেবে বলে সুগতবাবু জানান। |
|
|
|
|
|