পাক সরকারের সম্পত্তি হবে ওসামার আশ্রয়
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনের আশ্রয়স্থলকে সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত করবে পাক সরকার। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার-পাখতুনওয়া প্রাদেশিক সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়, অ্যাবটাবাদের বাড়ির কোনও দাবিদার না থাকায় ওই বাড়ি পাক সরকারি সম্পত্তির অন্তর্ভুক্ত করা হবে। উপযুক্ত প্রমাণ দিলে লাদেনের যে কোনও উত্তরাধিকারী বাড়িটি দাবি করতে পারেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মধ্যে কেউ আসেননি। লাদেনের তিন স্ত্রী-র কেউও এই বাড়ি দাবি করেননি। ফেব্রুয়ারি মাসে অ্যাবটাবাদের বাড়িটি ভাঙার নির্দেশ দেয় সরকার। পাঁচিল সহ-দোতলা বাড়ির প্রায় সবটাই ভেঙে ফেলা হয়। জমি দফতর সূত্রে খবর, ওসামা যে বাড়িটিতে থাকতেন সেই বাড়ির জমি তাঁর নামে ছিল না। জমিটি কেনা হয় স্থানীয় মহম্মদ আরশাদের নামে। তিনি ওসামার সঙ্গেই নিহত হন। কিন্তু আরশাদের আত্মীয়ের তরফ থেকেও দাবি ওঠেনি। |
সৌরজগতের নিকটতম পড়শি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আমাদের সৌরজগতের ‘নিকটতম’ প্রতিবেশীকে খুঁজে পেলেন বিজ্ঞানীরা। নাসা জানিয়েছে, এই গ্রহটি আয়তনে পৃথিবীর মাত্র দুই-তৃতীয়াংশ। আমাদের সৌরজগত থেকে খুব কাছেই, মাত্র ৩৩ আলোকবর্ষ দূরে রয়েছে সেটি। নাম ইউসিএফ-১.০১। বিজ্ঞানীদের প্রাথমিক ধারণা, এটির তাপমাত্রা প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাই সেখানে প্রাণের সম্ভাবনা খুবই ক্ষীণ। |
মৃত্যু ‘ওভারডোজেই’
সংবাদসংস্থা • নিউইয়র্ক |
সিলভেস্টার স্ট্যালোনের ছেলে সেজ ব্যথা কমাতে অতিরিক্ত ওষুধ খেয়েই মারা যান বলে জানান সেজের মা সাসা জাক। সাসা বলেন, “ওকে পাঁচটা দাঁত একসঙ্গে তুলতে ‘না’ করেছিলাম। ব্যথা সইতে না পেরে শিশির সমস্ত ওষুধ খেয়ে ফেলে।” |