|
|
|
|
|
|
তিনি বলেন
|
অপহরণ করতে গেলে কাউকে জোর করে
তুলে নিয়ে যেতে হয়। কিন্তু ওই মহিলা লিখিত
বয়ানে তেমন কোনও অভিযোগ করেননি। |
দেবেন্দ্রপ্রকাশ সিংহ |
প্রসঙ্গ মহিলাকে অটোচালকের ‘নিগ্রহ’ |
|
|
|
|
|
আজ জন্মদিন হলে
পুলকরঞ্জন দেব |
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৬ ও ৯। শুভ দিন: সোম, মঙ্গল ও শুক্র। শুভ রং: সাদা, লাল ও সবুজ। শুভ রত্ন: রক্তপ্রবাল, মুক্তো, পীত পোখরাজ, টোপাজ ও চুনি।
স্বাস্থ্য ভাল থাকবে। নিয়ন্ত্রিত জীবন যাপন কাম্য। সামর্থের বেশি দায়িত্ব কাঁধে নেবেন না। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। আয় ভাল হলেও ব্যয়াধিক্য থাকবে। অন্যের উপকারে অর্থ ও শ্রম দান করেও স্বীকৃতি পাবেন না। অসতর্কতায় কোনও দামি জিনিস হারাতে পারেন। ব্যবসায় অগ্রগতি অব্যাহত থাকবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। প্রিয়জনের প্রতিভার বিকাশ ও সাফল্য। বাড়িতে শুভ অনুষ্ঠান ও স্বজন সমাগম। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
রাজ্যপালের অভিযান
রাজ্যপাল শ্রীমতি পদ্মজা নাইডু আজ কলিকাতার আবর্জনা পরিষ্কারের অভিযান পরিদর্শনে বাহির হইতেছেন। একশত লরী এবং জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনীর ৭০০ সদস্যের সহায়তায় উহার শুভারম্ভ সকাল সাড়ে পাঁচটায়। সাড়ে সাতটায় রাজ্যপাল রওনা হইবেন। ম্যাঙ্গো লেন, মিশন রো, চিত্তরঞ্জন এভিনিউ, নিউ সিআইটি রোড, বাগবাজার স্ট্রীট, কর্নওয়ালিস স্ট্রীট, আচার্য প্রফুল্লচন্দ্র রোড, বিবেকানন্দ রোড ধরিয়া যাইবেন। তারপর চৌরঙ্গী হইয়া আশুতোষ মুখার্জী রোড, শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, রাসবিহারী এভিনিউ, ল্যান্স ডাউন রোড, রেড রোড হইয়া রাজভবনে ফিরিবেন।
—আনন্দবাজার পত্রিকা, ২১ জুলাই ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|