ডেনভারে ব্যাটম্যান ছবির প্রিমিয়ারে বন্দুকবাজের হামলা |
ফের বন্দুকবাজের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকার ডেনভারে। ঘটনাটি ঘটে গভীর রাতে ডেনভারের একটি হলে ‘ব্যাটম্যান’-এর নতুন ছবির প্রিমিয়ার চলার সময়। মুখোশ পরিহিত দু’জন দুষ্কৃতী এলোপাথারি গুলি চালাতে থাকলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের। আহত হন কমপক্ষে ৫০। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। গোটা এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। গুলি চালানোর আগে কাঁদানে গ্যাস ছোঁড়ে দুষ্কৃতীরা বলে জানা গিয়েছে। বন্দুকবাজদের খোঁজে এলাকায় চিরুনী তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। এখনও পর্যন্ত সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
|
পওয়ারের ইস্তফায় ফের সঙ্কট ইউপিএ-তে |
কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে প্রণব মুখার্জির ইস্তফার পরে মন্ত্রীসভায় দ্বিতীয় আসন নিয়ে ফের সঙ্কটে ইউপিএ। এই দ্বিতীয় আসন এ কে অ্যান্টনিকে দেওয়া হবে বলে ইউপিএ তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। দৃশ্যতই এই সিদ্ধান্তে অখুশী হন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। মন্ত্রীসভা থেকে এনসিপি সমর্থন তুলে নিয়ে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে মহারাষ্ট্রেও জোট সরকার চালাচ্ছে কংগ্রেস-এনসিপি। তাই পওয়ারের এই সিদ্ধান্তে কার্যতই ফাটল ধরে কংগ্রেস-এনসিপি সম্পর্কে। জটিলতা কাটাতে সনিয়া গাঁধীর সঙ্গে সাক্ষাত্ করেন পওয়ার। সনিয়া-পওয়ার বৈঠকের রফা সূত্র অনুযায়ী দ্বিতীয় আসন তুলে দিয়ে তিন সদস্যের একটি কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটিতে থাকবেন পওয়ার, এ কে অ্যান্টনি ও লোকসভার একজন অকংগ্রেসী নেতা। প্রধানমন্ত্রীর অনুপস্থিতে এই কমিটিই মন্ত্রীসভার যাবতীয় সিদ্ধান্ত নিতে পারবে।
সাংবাদিক বৈঠক করে এনসিপি নেতা প্রফুল্ল পটেল কংগ্রেসের একাংশের প্রতি ক্ষোভ উগড়ে বলেন যে বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য কংগ্রেস নেতৃত্বের
একাংশই দায়ী। ইস্তফার কোনও প্রশ্নই নেই। এনসিপি দায়িত্বশীল জোটসঙ্গী এবং পরবর্তী নির্বাচনেও ইউপিএ-র জোটসঙ্গী থাকবে তারা। সোমবার ফের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
|
সরকারি জমি বিক্রি, কাঠগড়ায় তমালিকা |
এবার সরকারি জমি বিক্রির অভিযোগ উঠল তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে। হলদিয়া উন্নয়ন পর্ষদের ৯.৬৮ একর জমি অবৈধভাবে বিক্রির অভিযোগে তমালিকার বিরুদ্ধে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করতে চলেছে পর্ষদ। অন্যদিকে তমালিকা পণ্ডা শেঠ ও লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে একাধিক জমি বিতর্কের অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী।
|
ধর্ষণ করে খুন, উত্তেজনা বসিরহাটে |
বসিরহাটের কেঁদুয়া গ্রামে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। মহিলার স্বামী পেশায় মত্স্যজীবী। তার অনুপস্থিতিতে তারই এক বন্ধু ওই মহিলাকে ধর্ষণ করে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র্যাফ। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
নদিয়ায় পুলিশকর্মীর বাড়িতে ডাকাতি |
গতকাল রাতে নদিয়ার মাজদিয়ায় এক পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বহরমপুরে কর্মরত গোবিন্দ দত্ত নামে ওই পুলিশকর্মী সেই সময় বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ে গোবিন্দবাবুর বাড়িতে হামলা চালায় ১০-১২ জন দুষ্কৃতী। বাড়ির বাসিন্দাদের বেঁধে রেখে সোনার গয়না ও টাকা নিয়ে চম্পট দেয় তারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে।
|
আজ সকাল থেকে বাঁকুড়ায় হাতির তাণ্ডবে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বড়জোড়া গ্রামে ঢুকে বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়ি ভাঙচুর চালায় হাতির পাল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েক বিঘা জমির ফসল। হাতির হানায় একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। |