স্পেকট্রাম নিলামের পরে পরিষেবা চালুর জন্য নতুন সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার বিশেষ মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে ট্রাই যে সুপারিশ করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী তার চেয়ে সময়সীমা কিছুটা শিথিল করেছে।
স্পেকট্রামের ন্যূনতম দরও এ দিনের আলোচ্যসূচিতে ছিল। কিন্তু মন্ত্রিগোষ্ঠী তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। শুক্রবার ফের বৈঠকে বসবে তারা। টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানান, নতুন স্পেকট্রাম পাওয়ার পরে সংশ্লিষ্ট সংস্থাকে ৩ বছরের মধ্যে ব্লক স্তরে ১০%, চতুর্থ বছরের মধ্যে ২০% ও পঞ্চম বছরের মধ্যে ৩০% এলাকায় বাধ্যতামূলক ভাবে পরিষেবা চালু করতে হবে। নতুন ও পুরনো, সব সংস্থার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ট্রাইয়ের সুপারিশ ছিল, দু’হাজার জনসংখ্যার বসতি অঞ্চলে তিন বছরের মধ্যে ৫০% ও পাঁচ বছরে ১০০% এলাকায় পরিষেবা চালু করতে হবে। সংস্থাগুলি তাতে তীব্র আপত্তি জানায়।
এ দিকে, আসন্ন স্পেকট্রাম নিলাম পরিচালনা করতে ইচ্ছুক সংস্থাগুলির দরপত্র দেওয়ার সময়সীমা বাড়াল টেলিকম বিভাগ (ডট)। ১৮০০ ও ৮০০ মেগাহার্ৎজ স্পেকট্রাম নিলামের জন্য এখন সংস্থাগুলি ২০ জুলাইয়ের পরিবর্তে ৩০ জুলাই পর্যন্ত দরপত্র দিতে পারবে বলে জানিয়েছে তারা। পাশাপাশি, এত দিন এই সংস্থাগুলি স্পেকট্রামের ন্যূনতম ও সর্বোচ্চ দরের মধ্যে ফারাকের একটি অংশ পেত। এখন থেকে সেই অংশ ছাড়াও, ৫ কোটি টাকা তাদের দেওয়া হবে বলে নির্দেশ দিয়েছে ডট। |